X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

শান্তিচুক্তি বিরোধীদের ‘রাজাকার’ বললেন ঊষাতন

রাঙামাটি প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৮:১০আপডেট : ২০ মে ২০১৯, ১৮:২০

পিসিপি`র ৩০ বছর পূর্তিতে সমাবেশ পার্বত্য শান্তিচুক্তি বিরোধীদের ‘রাজাকার’ বলে অভিহিত করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি বলেন, ‘পাহাড়ে আজ নানা ধরণের ষড়যন্ত্র অব্যাহত আছে। শাসকগোষ্ঠী চুক্তি বিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। আমি তাদের আহ্বান জানাবো, আপনারা জুম্ম স্বার্থপরিপন্থী ও চুক্তি বিরোধী কার্যক্রম ছেড়ে স্বাধিকার আদায়ের লক্ষ্যে এগিয়ে আসুন।’

সোমবার (২০ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্র-জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। সমাবেশে ছাত্র সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। পিসিপি`র ৩০ বছর পূর্তিতে সমাবেশ

ক্ষুদ্র স্বার্থে অন্ধ না হওয়ার কথা উল্লেখ করে ঊষাতন তালুকদার বলেন, ‘পাহাড়ে অস্ত্রবাজি আছে, চাঁদাবাজি আছে। কিন্তু গোটা জনগোষ্ঠীকে সন্ত্রাসী ভাবা উচিত না। এরাও বাংলাদেশের নাগরিক। এদের ওপরে আস্থা রাখুন। রাজাকার দিয়ে আপনাদের স্বার্থরক্ষা হবে না। পাহাড়ের মানুষ জুম্ম ল্যান্ড চায় না, স্বাধীনতাও চায় না। তারা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চায়, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন চায়। আমরা উগ্র-সাম্প্রদায়িক নই। আমরা মনে করি পাহাড়ের মানুষের অধিকারের আন্দোলন আর সমতলের সাধারণ মানুষের অধিকারের আন্দোলন অঙ্গাঙ্গিভাবে জড়িত।’

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক মন্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক অরুন ত্রিপুরা, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সহ-সভাপতি আলাউদ্দিন আহমেদ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকা চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিপুন ত্রিপুরা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়