X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মেজর জিয়ার অনুসারী পরিচয়ে চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি

পঞ্চগড় প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৮:৫৮আপডেট : ২০ মে ২০১৯, ১৯:০১

পঞ্চগড় আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সংগঠক পলাতক মেজর জিয়ার (বহিষ্কার) অনুসারী পরিচয়ে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এসময় তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ব্যাপারে আনোয়ার পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আনোয়ার সাদাত সম্রাট বলেন, গত ১৭ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আমার মোবাইলে ০১৬৩১৫৮৬৫১৫ নম্বর থেকে একটি ফোন আসে। ওই ব্যক্তি নিজেকে মেজর জিয়ার অনুসারী বলে পরিচয় দিয়ে বলেন, আমাদের অনেক নেতাকর্মী জেলে রয়েছে। তাদের বের করতে ৫০ থেকে ৬০ লাখ টাকার প্রয়োজন। আপনি পাঁচ লাখ টাকা দেবেন। তা না হলে আপনি ও আপনার পরিবারকে হত্যা করা হবে।
এছাড়া ০১৭৪৫৭৮১০৭৬ ও ০১৭৯৬০৬৪৩৮৯ নম্বর থেকে একই হুমকি দেওয়া হয়েছে জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন দীপু, হাফিজাবাদ ইউনিয়নের ব্যবসায়ী বাবুল খান, ভজনপুর এলাকার পাথর ব্যবসায়ী আব্দুল মান্নান ও নিমনগর এলাকার ব্যবসায়ী সাইফ জামিল লিখনসহ একাধিক ব্যক্তিকে। এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন দীপুও পঞ্চগড় থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমরা তাদেরকে আতঙ্ক না হওয়ার পরামর্শ দিয়েছি। বিষটি খতিয়ে দেখছি। আশা করি দুই-একদিনের মধ্যেই এ সমস্যার উদঘাটন করতে সক্ষম হবো। অপরাধী যেই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’