X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অপহরণের দুই মাস পর তরুণীকে উদ্ধার

বরগুনা প্রতিনিধি
২১ মে ২০১৯, ০১:৩০আপডেট : ২১ মে ২০১৯, ০১:৩০

বরগুনা বরগুনার আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের এক তরুণীকে অপহরণের দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। সোমবার (২০ মে) ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার ওই তরুণী ও পাশের কুকুয়া ইউনিয়নের বশির মোল্লার ছেলে রবিন হোসেন রাজ শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ে গত পাঁচ বছর ধরে লেখাপড়া করে আসছে। ওই তরণীকে বিভিন্ন সময় রবিন উত্যক্ত করতো। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ রবিনের অভিভাবকের কাছে জানায়। কিন্তু রবিনের অভিভাবকরা কোনও পদক্ষেপ নেন না। এ বছর ওই বিদ্যালয় থেকে তারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গত ১৮ মার্চ ওই তরুণীকে বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার পথে রবিনসহ চার-পাঁচ জন যুবক জোড়পূর্বক মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। গত দুই মাস ধরে ওই তরুণীর কোনও খোঁজ ছিল না। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ১৮ মার্চ রবিনকে প্রধানসহ সাত জনকে আসামি করে আমতলী থানায় অপহরণ মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আমতলী থানার এসআই আকবর আলী ভুইয়া অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে। সোমবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তরুণীর বাবা বলেন, ‘বখাটে রবিন আমার মেয়েকে জোড়পূর্বক অপহরণ করে, গত দুই মাস আটকে রেখে, বিভিন্নভাবে নির্যাতন করেছে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ‘উদ্ধার হওয়া তরুণীর ডাক্তারি পরীক্ষা শেষে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া