X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আ. লীগের প্রার্থী রেজবি

বরগুনা প্রতিনিধি
২১ মে ২০১৯, ১৩:০৮আপডেট : ২১ মে ২০১৯, ১৩:০৮

রেজবি-উল-কবির জোমাদ্দার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দার। রবিবার (১৯ মে) রাতে আওয়ামী লীগ দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে রেজবিকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
জানা গেছে, গত ৯ মে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে গত ১৩ মে তালতলী উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করে। সভায় উপজেলা আওয়ামী লীগ চারজনের নাম প্রস্তাব করে বরগুনা জেলায় পাঠায়। জেলা আওয়ামী লীগ তালিকা থেকে তিনজনের নাম আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠায়।
রবিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচনি বাছাই কমিটি তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রেজবিকে মনোনীত করে।
তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কবির আকন বলেন, ‘রেজবি তৃণমূল নেতাকর্মীদের মাঝে আস্থার প্রতীক। তাকে নৌকার মনোনয়ন দেওয়ায় দলের নেতাকর্মীরা মনপ্রাণ দিয়ে কাজ করবে এবং নৌকার বিজয় নিশ্চিত হবে।’
তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছোটবগী ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন রেজবি-উল-কবির জোমাদ্দারকে। তিনি যাকে মনোনয়ন দিয়েছেন দলের সব নেতাকর্মী তার পক্ষে কাজ করবে।’
তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দার বলেন, ‘ছাত্র জীবন থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। দলের প্রয়োজনে সব কাজ করেছি। দলের সক্রিয় ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দলের সব নেতাকর্মীদের নিয়ে সুশৃঙ্খলভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো।’
এর আগে ৩১ মার্চ চতুর্থ ধাপে নির্বাচনে বরগুনা জেলা পাঁচটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় । এসময় দলীয় নেতাকর্মীদের বিরোধিতায় আমতলী উপজেলায় নৌকার প্রার্থীর জামানত হারানোসহ তিনটি উপজেলায় বিদ্রোহী প্রার্থীদের কাছে নৌকা শোচনীয়ভাবে হেরে যায়।
উল্লেখ্য, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে, প্রার্থিতা প্রত্যাহার ৩০ মে ও ভোটগ্রহণ হবে ১৮ জুন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি