X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
২১ মে ২০১৯, ১৪:৩০আপডেট : ২১ মে ২০১৯, ১৫:০৬

মোকতার হোসেন

মাদারীপুর শহরের টিবি ক্লিনিক রোড এলাকার এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল মোকতার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ধর্ষণচেষ্টার অভিযোগে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

জানা যায়, মাদারীপুর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মোকতার হোসেন শহরের টিবি ক্লিনিক রোড এলাকায় একটি বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো। সপ্তাহখানেক আগে মোকতার তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। রবিবার রাতে প্রতিবেশী ওই স্কুলছাত্রীকে ঘরের মধ্যে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেয় মোকতার। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দরজা খুলতে বললে সে মেয়েটিকে ভেন্টিলেটর দিয়ে জোর করে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মেয়েটি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

নির্যাতনের শিকার ওই তরুণী জানায়, তাকে পুলিশ সদস্য মোকতার হোসেন ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে তাকে মারধর করা হয়। বাইরে থেকে লোকজন ডাকাডাকি করলে ভেন্টিলেটর দিয়ে জোর করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তার পায়ের হাড় ভেঙে যায়।

মাদারীপুর সদর হাসপাতালের আরএমও শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘ওই স্কুলছাত্রীর পায়ের হাড় ভেঙে গেছে। ঠিক হতে দুই-আড়াই মাস সময় লাগবে।’

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম বলেন, ‘অভিযুক্ত পুলিশ কনস্টেবল মোকতার হোসেনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এদিকে মাদারীপুর সদর থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!