X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

রাজশাহী প্রতিনিধি
২১ মে ২০১৯, ২১:৩৪আপডেট : ২১ মে ২০১৯, ২১:৪৭

ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ছবি– প্রতিনিধি)

রাজশাহীতে এইড প্লাস ডায়াগনস্টিক অ্যান্ড অ্যাজমা সেন্টার লিমিটেড ও সাদ ডায়াগনস্টিক সেন্টার নামের দু’টি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স না থাকায় এ প্রতিষ্ঠান দুইটিকে মঙ্গলবার (২১ মে) দুপুরে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এসময় ডায়াগনস্টিক সেন্টার দু’টিকে ৬৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ প্রথমে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ে এইড প্লাস ডায়াগনস্টিক অ্যান্ড অ্যাজমা সেন্টারে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন ও নাজিয়া হোসেন এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আলম ইফতে খায়ের ও বেলায়েত। সেখানে তারা নানা অনিয়ম ও দুর্নীতি দেখতে পান। ডায়াগনস্টিক সেন্টারটি সিভিল সার্জনের কার্যালয় থেকে কোনও লাইসেন্স নেয়নি। এ ছাড়া, সেখানে ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের কোনও নিয়মই মানা হয়নি। নেই পর্যাপ্ত ও প্রশিক্ষিত জনবল। ফ্রিজে খাবারের সঙ্গে রাখা হয়েছে রি-এজেন্ট; তবে বেশিরভাগ রিএজেন্টের মোড়কেই  লেখা নেই মেয়াদ। অভিযানের সময় সেখানে পাওয়া যায়নি কোনও চিকিৎসককেও, ছিলেন না ম্যানেজারও। পরে ডায়াগনস্টিক সেন্টারটির লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সূত্র আরও জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজের সামনে অবস্থিত সাদ ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন বলেন, লাইসেন্স না নিয়েই দু’টি ডায়াগনস্টিক সেন্টার তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। বেআইনি কাজ করায় তাদের জরিমানা ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের