X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কৃষকদের বাড়ি গিয়ে ধান কিনছেন আনোয়ারার ইউএনও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ মে ২০১৯, ২৩:২৬আপডেট : ২১ মে ২০১৯, ২৩:৩৫

ধান সংগ্রহে এক কৃষকের বাড়িতে ইউএনওসহ অন্যরা (ছবি– প্রতিনিধি)

সরকারের বেঁধে দেওয়া দামে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। মঙ্গলবার (২১ মে) উপজেলার হাইলধর ও শোলকাটা এলাকার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করেন তিনি।

প্রথমদিন ১০ হাজার কেজি (১০ মেট্রিক টন) ধান সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন শেখ জোবায়ের আহমেদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কৃষকরা যাতে ন্যায্যমূল্য পায়, সেজন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ শুরু করেছি। আমরা আনোয়ারা উপজেলা থেকে মোট ১৮৫ মেট্রিক টন ধান সংগ্রহ করবো। এর মধ্যে আজ কর্মসূচির প্রথম দিন হাইলধর ও শোলকাটা এলাকার কৃষকদের কাছ থেকে আমরা ১০ মেট্রিক টন ধান সংগ্রহ করেছি।’

তিনি আরও বলেন, ‘সরকার নির্ধারিত মূল্য ২৬ টাকা কেজিতে আমরা ধান ক্রয় করছি; যেখানে বাইরে কৃষকদের প্রতি মণ ধান ৬০০-৭০০ টাকায় বিক্রি করতে হচ্ছে, সেখানে আমরা প্রতি মণ কিনছি একহাজার ৪০ টাকা করে।’

ধান সংগ্রহ করার পাশাপাশি এবার চালও সংগ্রহ করবে উপজেলা প্রশাসন, একথা জানিয়ে শেখ জোবায়ের আহমেদ আরও বলেন, ‘আমরা ধান ক্রয় করার পাশাপাশি চালও ক্রয় করবো। এবার আনোয়ারা উপজেলা থেকে আমরা ৯২৬ মণ চাল সংগ্রহ করবো।’

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানিয়েছে, এবার আনোয়ারায় লক্ষ্যমাত্রার চেয়ে ১০০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বছর আনোয়ারায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২০০ হেক্টর। সেখানে এবার ৬ হাজার ৩০০ হেক্টর চাষ হয়েছে। এবার হাইব্রিড ও স্থানীয় জাতের মিলে ৩৪ হাজার ৫০০ মেট্রিক টন ধান চাষ হয়েছে।’

এই ৩৪ হাজার ৫০০ মেট্রিক টন ধানের মধ্য থেকে উপজেলা প্রশাসন ১৮৫ মেট্রিক টন ধান ও ৯২৬ মণ চাল কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবে বলেও জানান তিনি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক