X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জৈষ্ঠ্যের শুরুতেই বাজারে লিচু,দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা

হিলি প্রতিনিধি
২২ মে ২০১৯, ১২:৫৫আপডেট : ২২ মে ২০১৯, ১৩:০৯

লিচু বাগান মধুমাস জৈষ্ঠ্যের শুরুতেই দিনাজপুরের হিলির বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু। আবহাওয়া অনুকূলে থাকায় ও পোকামাকড়ের তেমন আক্রমণ না থাকায় লিচুর বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই লিচু বাজারে আসায় ও রমজান মাস হওয়ায় দাম ভালো পাওয়ায় খুশি বাগান মালিকরা। বাজারে প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা দরে।

লিচুর রাজ্য হিসেবে খ্যাত দিনাজপুর হলেও হিলিতে দিন দিন বাড়ছে বিভিন্ন জাতের লিচু চাষ। উপজেলার সবচেয়ে বেশি লিচু চাষ হচ্ছে খট্টামাধবপাড়া এলাকায়। এবার এসব অঞ্চলে চায়না থ্রি, বোম্বে, বেদেনা, মাদ্রাজিসহ বেশ কয়েক জাতের লিচুর চাষ হয় এখানে।

লিচু তুলছেন চাষিরা উপজেলার খট্টামাধবপাড়া এলাকায় লিচু চাষি জুলফিকার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বেশ কয়েক বিঘা জমিতে মাদ্রাজি জাতের লিচুর আবাদ করেছি। এবার প্রাকৃতিক তেমন কোনও দুর্যোগ না থাকায় লিচুর বাম্পার ফলন হয়েছে। জৈষ্ঠ্য মাসের শুরুতেই বাজারে তেমন কোনও রসালো ফল থাকে না। সেই সঙ্গে বাড়তি হিসেবে রমজান মাস শুরু হওয়ায় লিচুর ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন লিচু নেওয়ার জন্য। আমরা বাগান থেকেই লিচু সরবরাহ করছি। প্রতি ‘শ লিচু ১৪০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর বাজারে লিচুর দাম ভালো পাওয়ায় খুশি খুচরা বিক্রেতা ও বাগান মালিকরা। বাগান থেকে একশ লিচু পাইকারি ১৫০-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর খোলা বাজারে তা বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা দরে। হিলি থেকে লিচু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

লিচু তুলছেন চাষিরা তবে বৃষ্টিপাতসহ শিলাবৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু লিচুর গাছের লিচু ফেটে যাচ্ছে ও কালচে রঙয়ের দাগ হয়ে যাচ্ছে। সেইসঙ্গে বাদুড়ের অত্যাচার তো রয়েছে এর কারণে খানিকটা কম দামে লিচু বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চাষিরা। 

হিলিতে লিচু কিনতে আসা পাইকারি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘মাদ্রাজি লিচু পাইকারি কিনেছি। প্রকারভেদে প্রতি হাজার লিচু কিনলাম এক হাজার ৪০০ টাকা থেকে দেড় হাজার টাকা দরে। আর বাজারে এসব লিচু প্রতি ‘শ বিক্রি করবো ১৮০-২০০ টাকা দরে। রমজান হওয়ায় বাজারে লিচুর বেশ চাহিদা রয়েছে। এ কারণে দামও ভালো পাওয়ায় আমরা লাভবান হচ্ছি।’

জৈষ্ঠ্যের শুরুতেই বাজারে লিচু,দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা হাকিমপুর (হিলি) উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় এবার ১৩ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। এখানে মূলত চায়না থ্রি, বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচুর চাষাবাদ হয়ে থাকে। এবছর লিচুর ভালো ফলন আশা করছি। লিচুর বর্তমান অবস্থা ভালো, আমরা কৃষকদের নিয়মিত বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে যাচ্ছি। ফলন ভালো ও দাম ভালো পাওয়ায় এখানে লিচুর আবাদ দিন দিন বাড়ছে।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা