X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বান্দরবা‌নে চ‌থোয়াইমং মারমা‌কে অপহর‌ণের প্র‌তিবা‌দে বি‌ক্ষোভ

বান্দরবান প্র‌তি‌নিধি
২৩ মে ২০১৯, ১২:৫০আপডেট : ২৩ মে ২০১৯, ১২:৫১

চথোয়াইমং মারমা‌কে অপহর‌ণের প্র‌তিবা‌দে সমা‌বেশ বান্দরবান পৌরসভার ৫নং ওয়া‌র্ডের সা‌বেক ক‌মিশনার ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপ‌তি চথোয়াইমং মারমা‌কে অপহর‌ণের প্র‌তিবা‌দে বিক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে জেলা আওয়ামী লী‌গের নেতাকর্মীরা। বৃহস্প‌তিবার (২৪ মে) বেলা সা‌ড়ে ১১টায় বান্দরবান প্রেস ক্লা‌বের সাম‌নে থে‌কে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের হ‌য়। বান্দরবা‌নের বি‌ভিন্ন এলাকা প্রদ‌ক্ষিণ শে‌ষে প্রেস ক্লা‌বের সাম‌নে মিছিলটি শেষ হয়। প‌রে সেখা‌নে সমা‌বেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা ব‌লেন, আগামী ২৪ ঘণ্টার ম‌ধ্যে চথোয়াইমং মারমা‌কে ছে‌ড়ে দি‌লে অপহরণকারী‌দের সহানুভূ‌তি দেখা‌নো হ‌বে নতুবা তা‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর ব্যবস্থা নেওয়া হ‌বে। এ সময় তারা ক্ষোভ প্রকা‌শ ক‌রে ব‌লেন, বান্দরবান এক‌টি সম্প্রী‌তি বন্ধ‌নের জায়গা। এখা‌নে কিছু পাহাড়ি সন্ত্রাসী সংগঠন একের পর এক অপহরণ, হত্যা, গুমসহ নানা ধর‌নের অসামা‌জিক কার্যক্রম ক‌রে এ সম্প্রী‌তি নষ্ট ক‌রছে।
এ সময় জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, আঞ্চ‌লিক প‌রিষ‌দের সদস্য কাজলকা‌ন্তি দাশ, জেলা প‌রিষ‌দের সদস্য ক্যসাপ্রু, জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।
প্রসঙ্গত, বুধবার (২২ মে) রাত সা‌ড়ে নয়টার দি‌কে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থে‌কে অস্ত্রের মু‌খে পাহাড়ি সন্ত্রাসীরা চ‌থোয়াইমং মারমা‌কে অপহরণ ক‌রে নি‌য়ে যায়। এছাড়া গত ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। অপহরণ করা হয় ফোলাধন তংচঙ্গা নামের অপর এক কর্মীকে। এখনও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। গত ৯ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এছাড়া ১৯ মে বান্দরবানের রাজবিলায় আওয়ামী লীগের সর্মথক ক্য চিং থোয়াই মারমাকে (২৭) অপহরণের পর গুলি করে হত্যা করা হয়।

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!