X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

জয়পুরহাট প্রতিনিধি
২৩ মে ২০১৯, ১৯:৩৫আপডেট : ২৩ মে ২০১৯, ১৯:৪৯

জয়পুরহাট

জয়পুরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন ফজিলাতুন নেছা আইনুর নামের এক গৃহবধূ। চাঁদা না পেয়ে মনগড়া ও মানহানিকর সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২৩ মে) জয়পুরহাট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি) এ মামলা দায়ের করা হয়। বাদীর আইনজীবী সেকেন্দার আলী মৃধা এ খবর নিশ্চিত করেন।

অভিযুক্ত চার সাংবাদিক হলেন– এমবি টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এসটিভি বাংলার জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি গোলাপ হোসেন ও মাইটিভির জেলা প্রতিনিধি বিপুল কুমার সরকার।

এ ব্যাপারে আইনজীবী সেকেন্দার আলী মৃধা বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমার মক্কেল ফজিলাতুন নেছা আইনুর চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন; বিচারক তা আমলে নিয়ে শুনানির জন্য আগামী ২৯ মে দিন ধার্য করেছেন।’

মামলার বরাতে তিনি আরও জানান, ফজিলাতুন নেছা আইনুর ক্ষেতলালের ইটাখোলা মহল্লার রেজা আলম কাজলের স্ত্রী। গত ২৮ এপ্রিল রাতে তার স্বামী মদ্যপ অবস্থায় তিনলাখ টাকা যৌতুক দাবি করে আইনুরকে মারধর করে ঘরে আবদ্ধ করে রাখেন। খবর পেয়ে আইনুরের বড় বোন-ভগ্নিপতিসহ অন্য স্বজনরা ২৯ এপ্রিল খোঁজ নেওয়ার জন্য এলে কাজল এবং তার লোকজন তাদেরও মারধর করেন এবং বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় গত ২ মে বৃহস্পতিবার আইনুর তার স্বামী কাজল ও তার ভাই-বোনসহ ৬ জনকে আসামি করে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা করেন।

সেকেন্দার আলী মৃধা জানান, এ মামলা মিথ্যা প্রমাণের জন্য কাজল সাংবাদিকদের শরণাপন্ন হন। পরে চার সাংবাদিক আইনুরের সঙ্গে যোগাযোগ করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আইনুর তা দিতে অস্বীকৃতি জানালে চার সাংবাদিক তার বিরুদ্ধে রিপোর্ট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ওই সাংবাদিকরা মনগড়া ও মানহানিকর সংবাদ করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ওই সংবাদে আইনুরের কোনও বক্তব্যও নেওয়া হয়নি। এ ঘটনার পর গত মঙ্গলবার জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আইনুর অভিযুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির শাস্তিরও দাবি জানান।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানেরও মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানেরও মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি