X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ মে ২০১৯, ১০:২০আপডেট : ২৫ মে ২০১৯, ১১:১৫

নরুজল মঞ্চ

ত্রিশালে শনিবার (২৫ মে) থেকে তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান শুরু হচ্ছে। ২৫-২৭ মে পর্যন্ত চলবে এ আয়োজন। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ত্রিশালে বইছে উৎসবের আমেজ। নজরুল বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

নজরুল জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক আমীর আহাম্মদ চৌধুরী রতন বলেন, ‘নজরুলের আদর্শ এবং বার্তাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়াই হচ্ছে এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।’

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, নজরুল জয়ন্তীকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টহল ফোর্স, চেকপোস্টসহ সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।

ত্রিশালে নজরুল জয়ন্তী শুরু

নজরুল জয়ন্তীর জন্য সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ত্রিশালবাসী উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী উপভোগ করবেন।

প্রসঙ্গত,  ত্রিশালের কাজির শিমলা গ্রামের দারোগা রফিজ উল্লাহ নিজ বাড়িতে নিয়ে এসেছিলেন কিশোর নজরুলকে। এখান থেকে নজরুল পড়তেন ত্রিশালের দরিরামপুর একাডেমি স্কুলে। বর্ষাকালে যাতায়াতে সুবিধার জন্য নজরুলকে জায়গির দেওয়া হয় ত্রিশালের নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারি বাড়িতে। কাজির শিমলা ও নামাপাড়া গ্রামে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে কবি নজরুল স্মৃতি কেন্দ্র। নামাপাড়া গ্রামের বটতলায় প্রতিষ্ঠা করা হয়েছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়।

কাজী রফিজ উল্লাহ দারোগার বংশধর কাজী শাহাদাত হোসেন জানান, দীর্ঘ দিন ধরে ত্রিশালে ধুমধাম করে নজরুল জয়ন্তী  উদযাপন করা হচ্ছে। এবারও জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে জয়ন্তীর আয়োজন করেছে। এছাড়া কাজির শিমলা ও বিচুতি বেপারি বাড়ির নজরুল স্মৃতিকেন্দ্রেও একদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের কারণে কবির ভক্ত অনুরাগীরা আনন্দ উপভোগ করেন। নজরুল জন্ম জয়ন্তীকে ঘিরে ত্রিশালের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকে বলে তিনি জানান।

বিচুতিয়া বেপারির বংশধর আবুল কাশেম বেপারি জানান, কিশোর বয়সে নজরুল ত্রিশালে এসেছিলেন বলেই আজ তিনি এদেশের জাতীয় কবির মর্যাদা পেয়েছেন। এজন্য ত্রিশালে নজরুলের জন্ম জয়ন্তীর আয়োজন জাতীয়ভাবে করা হলে ত্রিশালবাসী খুশি হতো। এই অনুষ্ঠান প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি উদ্বোধন করলে মানুষের মাঝে আরও উৎসাহ উদ্দীপনা কাজ করতো।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া