X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ মে ২০১৯, ১৫:৩৭আপডেট : ২৬ মে ২০১৯, ১৯:২১

ইয়াবাসহ আটক আবদুল আমিন (মাঝে) কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবা ও তিন লাখ টাকাসহ আবদুল আমিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (২৬ মে) ভোরে টেকনাফের হাতিয়ারঘোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আবদুল আমিন কক্সবাজারের জুলিয়ার খুরোশখুল গ্রামের ফজলুল হকের ছেলে। র‌্যাব ১৫-এর টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব এসব তথ্য জানিয়েছেন। 

এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজারের নবগঠিত র‌্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিজ আহমেদ, উপ-অধিনায়ক মেজর রবিউল হাসান ও টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব।

মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘আমরা গোপনে খবর পাই মিয়ানমার থেকে আনা ইয়াবার একটি বড় চালান রবিবার ভোরে হাতিয়ারঘোনা পাহাড়ি এলাকার মুজিবুর রহমানের বাড়িতে মজুত করা হবে। এ খবরের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তখন বাড়ির মালিক মুজিবুর পালিয়ে যায়। এ সময় আবদুল আমিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক লাখ পিস ইয়াবা ও তিন লাখ টাকা উদ্ধার করা হয়। সিএনজি অটোটিও জব্দ করা হয়েছে।’

এই র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ‘আবদুল আমিন স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা এনে দেশের বিভ্ন্নি জেলায় পাচার করছে সে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী মুজিবুরকে গ্রেফতারে অভিযান চলছে। র‌্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোনও মাদক ব্যবসায়ীর ছাড় নেই। ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।’

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন