X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, আহত ৮

গাজীপুর প্রতিনিধি
২৬ মে ২০১৯, ২৩:২২আপডেট : ২৭ মে ২০১৯, ০০:৩২

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি

গাজীপুরের একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুইজন টেকনেশিয়ান মারা গেছেন। রবিবার (২৬ মে) সন্ধ্যায় সংঘটিত এই ঘটনায় ওই কারখানার তিনজন অপারেটরসহ আটজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ফরহাদ হোসেন (৩০) ও সিরাজুল ইসলাম (২৩)। ফরহাদ চট্টগ্রামের মিরেরসরাই থানার মিঠানালা এলাকার ইকবাল হোসেনের ছেলে। সিরাজুল সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকার আব্দুল জব্বারের ছেলে। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইস্কান্দর হাবিবুর রহমান এবং ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের স্টেশন অফিসার জাকির হোসেনসহ স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ির বানিয়ারচালায় অবস্থিত ইভা সোয়েটার কারখানা ভবনের নিচতলার জ্যাকার্ড সেকশনের একটি এয়ারকুলারে (এসি) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফরহাদ রবিবার ঢাকা থেকে এসে ওই এসির মেরামত কাজ করছিলেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এয়ারকুলারের কমপ্রেসারে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার ও সিলিন্ডারের পাইপ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনের শিখা বুকে ও মুখে লেগে ফরহাদ ও তার সহকারী সিরাজুল দগ্ধ হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ফরহাদকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এবং সিরাজুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

তারা আরও জানান, এ ঘটনায় কারখানার অপারেটর শাহ আলম (২৫), নুরুল আমিন (২৫) ও আবদুল কাদিরও আহত ও দগ্ধ হন। আহত অপর তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সবুজ শেখ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এসির টেকনেশিয়ান ফরহাদ ও তার সহকারী সিরাজুল ইসলাম মারা গেছেন। দগ্ধ হয়েছেন কারখানার তিন অপারেটর। বিস্ফোরণের কারণে আগুন মেশিনপত্র ও ফেব্রিক্সে ছড়িয়ে পড়লে শ্রমিক-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে আরও পাঁচ শ্রমিক আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

 

/এমএএ/ এএইচ/ এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী