X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মাদ্রাসাছাত্র মারুফ হত্যা মামলায় ১০ আসামি খালাস

খুলনা প্রতিনিধি
২৭ মে ২০১৯, ০৬:৪৪আপডেট : ২৭ মে ২০১৯, ০৬:৫২

আদালত

যশোরের মাদ্রাসাছাত্র মো. মারুফ হোসেন (১৩) হত্যা মামলার ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রবিবার (২৬ মে) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় দেন।

নিহত মাদ্রাসাছাত্র মারুফ যশোর জেলার চৌগাছা উপজেলার স্বর্পরাজপুর গ্রামের মো. মহিদুল ইসলামের ছেলে।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, যশোরের চৌগাছা উপজেলার স্বর্পরাজপুর গ্রামের মৃত আজেহার আলি মণ্ডলের দুই ছেলে মো. হযরত আলি মণ্ডল ও মো. সুলাইমান মণ্ডল, হযরত আলি মণ্ডলের দুই ছেলে মো. বিল্লাল হোসেন ও মো. টুটুল মণ্ডল, মো. গহরের ছেলে মো. আবুল বাশার, মো. নূর ইসলামের ছেলে মো. বাবু, মো. ইশারত মণ্ডলের ছেলে মো. ইকরামুল হোসেন, মো. মিজানুর রহমানের ছেলে আজাহারুল ইসলাম ওরফে বুড়ো, কালু বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম ও ঝিনাইদহের কালীগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের শমসের মণ্ডলের ছেলে খলিল মণ্ডল।

রায় ঘোষণাকালে ৭ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি ৩ আসামি পলাতক রয়েছেন।

মামলার বাদী নিহত মারুফের মা আবেরুন নেছা বলেন, ‘ন্যায়বিচার পাইনি। আসামি আযাহারুল ইসলাম ওরফ বুড়া আদালত ১৬৪ ধারায় জবানবন্দিতে এ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে এবং অন্য জড়িতদের নাম প্রকাশ করে। এ ছাড়া, লাশ টুকরা করার বিবরণও আদালতে দেয়। এ রায়ের বিরুদ্ধে উচ আদালতে আপিল  করবো।’

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম জানান, ২০১৬ সালর ১০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে স্বর্পরাজপুর যাওয়ার কথা বলে মারুফ হোসেন বাড়ি থেকে বের হয়ে যান। সারাদিন খোঁজ করেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর লোকমুখে জানা যায়, মির্জাপুর গ্রামের হাসেম আলির খেজুর বাগানে মাথাবিহীন হাত-পা কাটা মারুফের লাশ পড়ে আছে। এ ঘটনায় নিহত মারুফের মা মোছা. আবেরুন নেছা বাদী হয় ৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, পরের বছরের ৮ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর সিআইডির এসআই মো. তৌহিদুল ইসলাম এজহারভুক্ত ৭ আসামির সঙ্গে আরও ৩ জনকে সংযুক্ত করে ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি শেখ এনামুল হক ও এপিপি শাকরিন সুলতানা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি