X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ব্রয়লার মুরগির ‘কাটা মাংসে’ মিটছে নিম্নবিত্তের চাহিদা

তৈয়ব আলী সরকার, নীলফামারী
২৭ মে ২০১৯, ১১:৪৪আপডেট : ২৮ মে ২০১৯, ০০:২১




চাহিদা অনুযায়ী ব্রয়লার মুরগি কেটে বিক্রি করছেন দোকানিরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে গরু ও খাসির মাংসের দাম বৃদ্ধি পাওয়ায় নীলফামারীতে বেড়েছে ব্রয়লার মুরগির কাটা মাংসের চাহিদা। সাধারণত দোকানে আস্ত ব্রয়লার মুরগি বিক্রি হলেও নীলফামারীর জেলা শহরসহ ছয় উপজেলার বিভিন্ন দোকানে ও হাট-বাজারে এখন মুরগির মাংস চাহিদা অনুসারে কেটে বিক্রি হচ্ছে। বিয়ে, বৌভাত, জন্মদিনসহ বিভিন্ন উৎসব আয়োজনে নিম্নবিত্ত মানুষেরা কেটে বিক্রি করা মুরগির মাংসে নিজেদের চাহিদা মেটাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় বর্তমানে গরুর মাংস প্রতিকেজি ৫৫০ টাকা ও খাসির মাংস প্রতিকেজি ৬০০-৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি প্রতিকেজি ৪৫০, পাকিস্তানি কক মুরগি ২৩০ টাকা দরে বিক্রি করছেন দোকানিরা। সে তুলনায় ব্রয়লার মুরগি ১২০-১৩০ টাকা দরে আবার কোথাও কোথাও ১৫০-১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দাম বেশি হওয়ার কারণে সাধারণ ও নিম্ন আয়ের ক্রেতারা গরু, খাসি ও দেশি মুরগির মাংস কেনার সুযোগ পাচ্ছেন না। তারা বিভিন্ন হাট-বাজার থেকে ব্রয়লার মুরগির কাটা মাংস কিনে নিজেদের চাহিদা মেটাচ্ছেন।

খাসি ও গরুর মাংসের মতো ব্রয়লার মুরগিও কেটে বিক্রি করা হচ্ছে জেলা শহরের কিচেন মার্কেটের ব্রয়লার মুরগির কাটা মাংস বিক্রেতা রমজান আলী বলেন, ‘এই বাজারে ১০ বছর ধরে দোকান করছি। আমাদের দোকানের ক্রেতাদের একটি বড় অংশ নিম্ন আয়ের মানুষ। আশা করি, ঈদের আগের দিন প্রায় দেড় মণের কাছাকাছি মাংস বিক্রি হবে। আমরা ছাড়াও এই বাজারে আরও ১২-১৪টি কাটা মাংসের দোকান আছে।’

জেলা শহরসহ জলঢাকা উপজেলার মিরগঞ্জ হাট, রামগঞ্জ হাট, টেংগনমারী হাট, কচুকাটা বাজার, দারোয়ানি বাজার, হাজিগঞ্জ বাজার ও জেলার ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস বিক্রির মতো একাধিক স্থানে কাঠের চৌকিতে বসে ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি কেটে বিক্রি করছেন। কোনও কোনও বাজারে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবার কোথাও বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ মাংস বিক্রি।

নীলফামারী পৌর শহরের নিউবাবুপাড়া মহল্লার ব্রয়লার মুরগির আড়তদার মুহিবার রহমান বলেন, আমরা বিভিন্ন খামার থেকে ১২০-১৩০ টাকা দরে মুরগি আড়তে নিয়ে আসি। তারপর খুচরা পাইকাররা এখান থেকে কিনে নিয়ে মাংস কেটে বিক্রি করে। এতে গরিব মানুষ অল্পদামে কিনে খেতে পারছে।

ব্রয়লার মুরগির ‘কাটা মাংসে’ মিটছে নিম্নবিত্তের চাহিদা জেলা শহরের কিচেন মার্কেটে মাংস কিনতে আসা হাসনা বেগম বলেন, ‘স্বামী মরার অনেক দিন হইলো। পরের বাড়িতে ঝিয়ের কাজ করে পাঁচ সন্তানের মুখের ভাত জোটাই। অভাবের সংসারে কম টাকায় ব্রয়লারের গোশত কিনে ছেলেমেয়েকে খাওয়াতে একটু সুবিধা পাই।’

জেলা সদরের রামনগর ইউনিয়নের চাঁদেরহাটে মুরগির কাটা মাংস কিনতে আসা জাহেদা বেগম বলেন, ‘ভ্যানচালক স্বামীর রোজগারে পাঁচ সদস্যের পরিবারের যাবতীয় খরচ চলে। শত ইচ্ছা থাকলেও একটি পুরো ব্রয়লার বা পাকিস্তানি মুরগি কেনার টাকা হয় না। ব্রয়লার মুরগি কেটে বিক্রি করায় আমাদের সুবিধা হয়েছে, অন্তত মাংস তো খেতে পারি।’

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা