X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাবা-মাকে নির্যাতন ও প্রাণনাশের হুমকি: চার ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
২৯ মে ২০১৯, ১৬:১৬আপডেট : ২৯ মে ২০১৯, ১৬:২৪

জয়নাল আবেদিন ও তার স্ত্রী পিয়ারা বেগম গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধা বাবা-মার ওপর নির্যাতন, প্রতারণা করে জমি লিখে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে চার ছেলের বিরুদ্ধে। বাবা নিজেই বাদী হয়ে চার ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। মঙ্গলবার (২৮ মে) দুপুরে পলাশবাড়ী থানায় আবদুস সামাদ, মিজানুর রহমান, আজিজার রহমান ও লেবু মিয়াসহ চার ছেলেকে আসামি করে লিখিত অভিযোগ করেন বৃদ্ধ বাবা জয়নাল আবেদিন। লিখিত অভিযোগটি আমলে নিয়ে জয়নাল আবেদিন ও তার স্ত্রীর পাশে থাকাসহ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

ঘটনাটি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হিজলগাড়ী গ্রামের। ওই গ্রামের মৃত কিশমত উল্লাহ আকন্দের ছেলে জয়নাল আবেদিন। স্থানীয়রা জানান, জয়নাল আবেদিনের চার ছেলে ও চার মেয়ে রয়েছে। তাদের মধ্যে দুই ছেলে নিজ এলাকায় ব্যবসা করেন এবং দুই ছেলে দীর্ঘদিন বিদেশ ছিলেন। চার মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক আগেই। পেশায় ব্যবসায়ী জয়নাল আবেদিন বাড়ির পাশেই ইটভাটার ব্যবসা করতেন। জয়নাল আবেদিনের প্রথম স্ত্রী মারা যাওয়ায় পিয়ারা বেগম এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। তবে দ্বিতীয় স্ত্রী পিয়ারা বেগমের কোনও সন্তান নেই। বর্তমানে চার ছেলেই বিয়ে করে আলাদা সংসার করছেন।

জয়নাল আবেদিনের অভিযোগ, ২০০৭ সালে হজে যাওয়ার সময় পাসপোর্ট আর ভিসার কথা বলে টিপ সই নিয়ে কৌশলে সাড়ে ১৪ বিঘা জমি লিখে নেয় চার ছেলে। প্রতারণা করে জমি লিখে নেওয়ার ঘটনায় আদালতে মামলা করেন তিনি। মামলার পর যোগসাজশে জাল দলিলের প্রমাণ মিললে আদালত তার পক্ষে ডিক্রি জারি করেন এবং ওই দলিল বাতিলের ঘোষণাসহ বিবাদীদের নোটিশ দেন আদালত।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতের ডিক্রির পর থেকে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে চার ছেলে। জমি লিখে নিতে স্বাক্ষরের চেষ্টা, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াসহ আমার ওপর নির্যাতন শুরু করে চার ভাই। এতেও রাজি না হওয়ায় গত ২৩ মে বিকালে চার ভাই মিলে আমার বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এসময় তারা আমার স্ত্রী পিয়ারা বেগমকে মারধর করে। জীবনের শেষ বয়সে এসেও ছেলেদের নির্যাতন সহ্য করতে হচ্ছে। বাধ্য হয়ে প্রতিকার চেয়ে চার ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি।’

পিয়ারা বেগমের অভিযোগ, ‘সব জমিজমা ছেলেদের দখলে থাকায় কোনোরকমে স্বামীকে নিয়ে দিন কাটছে আমাদের। বর্তমানে মাথা গোঁজার ঠাঁই হিসেবে বসতভিটের শুধু জীর্ণ দুটি ঘর আছে। খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিন পার করছি। ছেলেরা প্রায়ই আমাকেসহ তাদের বাবার ওপর নির্যাতন করে। এছাড়া যখন-তখন আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

পলাশবাড়ীর সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল কাদির মুকুল বলেন, 'বাবা-ছেলেদের দ্বন্দ্বের ঘটনাটি অমানবিক। এ ঘটনার দ্রুত সমাধানের জন্য  জনপ্রতিনিধিসহ স্থানীয়দের উদ্যোগ নেওয়া দরকার। দ্রুত এর সমাধান না হলে যে কোনও সময় তাদের মধ্যে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে।’

তবে প্রতারণা করে জমি লিখে নেওয়ার অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ছেলেরা। নির্যাতন আর হুমকির অভিযোগও মিথ্যা বলে দাবি করছেন তারা। ছোট ছেলে রানু মিয়া দাবি করেন, তার বাবা হজে যাওয়ার আগে ইচ্ছে করে চার ছেলের নামে জমি লিখে দেন। সেই জমি দখলে নিয়ে চাষাবাদ করছেন তারা। কিন্তু এখন তাদের বাবা জমি দেননি দাবি করে মামলা করেছেন। বর্তমানে মামলা আদালতে বিচারাধীন। এছাড়া বাবাকে নির্যাতন ও হুমকি দেওয়ার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তারা।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘আইনের আশ্রয় নেওয়া বৃদ্ধা বাবার লিখিত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওই বৃদ্ধ দম্পতির নিরাপত্তায় কোনও ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য তাদের খোঁজখবরসহ পাশে থাকার আশ্বাস দিয়েছি আমরা।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা