X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্ট্যান্ড-দোকান, যানজটের শঙ্কা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
৩০ মে ২০১৯, ০৯:০৮আপডেট : ৩০ মে ২০১৯, ০৯:২২


সড়কের ওপরেই রাখা আছে গাড়ি ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়কের কোথাও কোথাও দুই পাশে গড়ে উঠেছে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও ভাসমান দোকান-পাট।। আছে দিনের বেলায়ও পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান পার্কিং। ময়মনসিংহ মহানগরীর চরপাড়া মোড় থেকে মেডিক্যাল কলেজ গেট পর্যন্ত আধা কিলোমিটার মহাসড়কে থাকা এই অবৈধ পার্কিং-স্ট্যান্ড-ভাসমান দোকান-পাটের কারণে সৃষ্টি হচ্ছে যানজট। ঈদের সময় যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা বাসচালক ও যাত্রীদের।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা, চুরখাই বাইপাস মোড়, কাজির শিমলা, ত্রিশালের বৈলর, কানহর, ত্রিশাল উপজেলা সদর মোড়, বাগান, বগারবাজার, সাইনবোর্ড, ভালুকার ভরাডোবা, ভালুকা উপজেলা সদর, সিডস্টোর, হবিরবাড়ি, মাস্টার বাড়ি ও জৈনা বাজার মোড়েও গড়ে উঠেছে অসংখ্য অবৈধ পার্কিং, গাড়ি স্ট্যান্ড ও দোকানপাট। ত্রিশাল ও ভালুকার শিল্প-কারখানার সামনে রাস্তার ওপর পার্কিং করে রাখা হয়েছে শ্রমিকদের পরিবহন বাস, কাভার্ড ভ্যান ও পণ্যবাহী ট্রাক। আর ভালুকা উপজেলা সদরের ব্যস্ততম গফরগাঁও মোড়ের অন্তত ২০০ মিটার রাস্তা দখল করে পার্কিং করে রাখা হয়েছে ভাড়ায় চালিত প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা। ভালুকার সিডস্টোর ও জৈনা বাজারের ব্যস্ততম রাস্তার ওপর গড়ে উঠেছে ছোট-বড় যানবাহনের অবৈধ স্ট্যান্ড।   

সড়কের ওপরেই রাখা  গাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত চলাচলকারী এনা পরিবহন সার্ভিসের চালক রাশেদ আলম বলেন, ‘চার লেন মহাসড়কের কোথাও ভাঙাচোরা কিংবা গর্ত নেই। তবে, মোড়ে মোড়ে অবৈধ স্ট্যান্ড আর যানবাহনের পার্কিং বন্ধ করা না গেলে ঈদে ঘরমুখো মানুষকে দুর্ভোগে পড়তে হবে।’

প্রায় একই মন্তব্য ময়মনসিংহ মহানগরীর বাসিন্দা শরাফ উদ্দিনেরও। তিনি বলেন, ‘চার লেন মহাসড়কের ময়মনসিংহ অংশের কোথাও কোনও ভাঙাচোরা গর্ত নেই। তবে বিভিন্ন স্পটে যেভাবে যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়েছে, তাতে ঈদে ঘরে ফেরা মানুষ যানজটের কবলে পড়তে পারে।’
এসব বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, ‘ঈদের আগে-পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর থেকে সব ধরনের অবৈধ স্ট্যান্ড ও যানবাহন পার্কিং সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হবে। তখন এই মহাসড়কে ঘরমুখো মানুষকে কোনও ভোগান্তিতে পড়তে হবে না।’
এদিকে, যানজট ও দুর্ঘটনাসহ যে কোনও পরিস্থিতি মোকাবিলায় ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়ককে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি)-এর আওতায় এনেছে ময়মনসিংহ জেলা পুলিশ। ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, তার কার্যালয় সংলগ্ন কন্ট্রোলরুম থেকে এবার সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে মহাসড়ককে। এছাড়া ঈদের আগে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অনুমোদনহীন যান চলাচল বন্ধের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা