X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢাকা-মাওয়া মহাসড়ক ও শিমুলিয়া ঘাটে ভোগান্তি লাঘবে যেসব পদক্ষেপ

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
৩১ মে ২০১৯, ১০:৪৫আপডেট : ৩১ মে ২০১৯, ১০:৫৩

শিমুলিয়া ঘাট (ছবি: প্রতিনিধি) ঈদ উপলক্ষে ঢাকা-মাওয়া মহাসড়কে এবং শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভোগান্তি লাঘবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে মহাসড়কে উন্নয়ন কর্মকাণ্ড সীমিত করা হয়েছে। এছাড়াও মানুষের ঈদযাত্রা স্বাভাবিক ও সচল রাখতে পর্যাপ্ত সংখ্যক লোক থাকবে বলে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্প সূত্রে জানা গেছে। এদিকে শিমুলিয়া ঘাটে থাকবে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা, কন্ট্রোল রুম, প্রাথমিক চিকিৎসার রুমের ব্যবস্থা রাখা হয়েছে।

জানা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কে একটি ডাইভারশন রোড (বিকল্প রাস্তা) ছাড়া আর কোনও ডাইভারশন রোড থাকছে না। কালভার্ট ও সেতুগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কে যানবাহনের চলাচল স্বাভাবিকের চাইতে কম। এখনও ঈদের চাপ শুরু হয়নি। কোনও যানজট নেই, গাড়ির স্বাভাবিক চাপও নেই। বলতে গেলে মহাসড়ক একদম ফাঁকা।

ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, ‘মহাসড়কে তেমন কোনও যানবাহন নেই। ঈদ যাত্রা এখনও পুরোদমে শুরু হয়নি। এবার লম্বা ছুটির কারণে মহাসড়কে একবারে চাপ পড়বে না।। হাঁসাড়া পুলিশ ফাঁড়িতে ২৫/৩০ জন সদস্য রয়েছেন যারা মহাসড়কের কুচিয়ামোড়া থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত টহল দেন। যাত্রীদের যাতে কোনও ভোগান্তি না হয়, ট্রাফিক চলাচল যেন স্বাভাবিক থাকে সে চেষ্টা করা হবে। ঢাকা-মাওয়া মহাসড়কে উন্নয়ন কাজ চলছে বলে অন্যান্য মহাসড়কের মতো এখানে অবশ্য সিসিটিভি ক্যামেরা বসানোর সুযোগ হয়নি। তবে পেট্রোল পাম্প স্টেশনের সিসিটিভি আছে। ওইগুলোও আমাদের কাজে আসবে।’

অন্যদিকে, ভোগান্তি লাঘবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে মুন্সীগঞ্জের লৌহজং এর শিমুলিয়া ঘাটেও। এই ঘাটে দক্ষিণ বঙ্গের ২১ জেলার ঈদযাত্রীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। শিমুলিয়া ঘাট ও ঢাকা-মাওয়া মহাসড়কে ঈদ যাত্রীদের নিরাপত্তায় র‍্যাব সদস্যদের পাশাপাশি থাকবে পাঁচশতাধিক পুলিশ। এছাড়া ঘাটে থাকবে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা, কন্ট্রোল রুম, প্রাথমিক চিকিৎসার রুম ইত্যাদি। শিমুলিয়া ঘাট

শিমুলিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ‘ঈদে ঘাট এলাকায় যাত্রীদের কোনও সমস্যা হবে না বলে আশা করি। যানবাহন চাঁদাবাজরাও যেন কোনোভাবে সক্রিয় হতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করবো।’

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম জানান, ‘ঈদ উপলক্ষে ঈদের তিন দিন আগে থেকে ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হবে। নদীতে বন্ধ থাকবে বাল্কহেড চলাচল। ঈদের তিন দিন পর ট্রাক ও বাল্কহেড চলাচলের অনুমতি দেওয়া হবে। ঈদ উপলক্ষে শিমুলিয়া ঘাট থেকে ঢাকার বাস ভাড়া ১০০ টাকা এবং শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাট পর্যন্ত স্পিডবোট ভাড়া ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। নৌরুটে ৮৭ টি লঞ্চ, ১৭টি ফেরি ও দুই ঘাট মিলিয়ে ৫৪০টি স্পিডবোট চলাচল করবে। সন্ধ্যার পর স্পিডবোট ছাড়া হবে না। লাইফ জ্যাকেট ও ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে স্পিডবোট ঘাট ছাড়বে। চার জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘাট এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত।’ 

এদিকে, বর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দুইটি রো রো ফেরিসহ ১৫টি ফেরি চলছে। তবে, ঈদের আগে আরও দুইটি ফেরি এই নৌরুটে সংযুক্ত হতে পারে।

বাংলাদশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্হাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, ‘কিছু ফেরি ডকে আছে। সেগুলো ঠিক হলে ঈদের আগে আরও ফেরি এই রুটে সংযুক্ত হবে। আর বর্তমান রুটের চ্যানেল সরু হওয়ায় দুইটি ফেরি একইসঙ্গে চ্যানেল অতিক্রম করতে পারে না। একটি ফেরি চ্যানেলে থাকলে অপর ফেরিকে চ্যানেলের মুখে অপেক্ষা করতে হয়। এতে করে ১০ মিনিট থেকে ৩০ মিনিট সময় বেশি লাগে। আরেকটি বিকল্প চ্যানেল তৈরির কাজে ড্রেজিং চলছে। তবে ঈদের আগে তা চালু হবে না।’

এদিকে, যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে মালিকদের জেল-জরিমানার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন। 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ‘পাঁচশতাধিক পুলিশ সদস্য শিমুলিয়া ঘাট ও ঢাকা-মাওয়া মহাসড়কে নিয়োজিত থাকবে। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও থাকবে। শিমুলিয়া ঘাটে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা, কন্ট্রোল রুম, প্রাথমিক চিকিৎসা রুম স্থাপন করা হবে। সিসিটিভি ক্যামেরায় পুরো ঘাট এলাকার নিরাপত্তা জোরদার করা হবে। যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা মালিকদের জেল-জরিমানা করা হবে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঈদে বাড়ি যেতে পারে সেজন্য ঘাট এলাকায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

আরও পড়ুন- ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কে ১২৮ সিসি ক্যামেরা

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে