X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাঙামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
০২ জুন ২০১৯, ১৫:১৬আপডেট : ০২ জুন ২০১৯, ১৬:৩৭

রাঙামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু রাঙামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ জুন) দুপুরে রাঙামাটি সরকারি মহিলা কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আঙ্গুর আলী (৬৫), সেন্টু মিয়া (৪১) ও মো. পাপ্পু মিয়া। মৃত তিন জনেরই বাড়ি রাঙামাটি শহরে। আহত মো. সাইফুলকে (৪০) রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা কলেজ এলাকার পারভীন আক্তারের ভবন নির্মাণের জন্য ভিত তৈরি করতে গর্ত খোঁড়েন শ্রমিকরা। এ সময় নির্মাণকাজে ১১ শ্রমিক নিযুক্ত ছিলেন। তার মধ্যে চার জনের ওপর মাটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত সাইফুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাঙামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেন। বাড়ির মালিকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ উদয়ন চাকমা বলেন, ‘আমরা খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে তাদের মধ্যে তিন জন ঘটনাস্থলে মারা যান।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর জানিয়েছেন, ‘রবিবার দুপুর ১টার পর মহিলা কলেজের পাশেই পারভীন নামের এক স্কুলশিক্ষিকার নির্মাণাধীন ভবনের ভিত তৈরির জন্য মাটি কাটার সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিন জন মারা গেছেন।’

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মীর জাহেদুল আলম রনি মাটিচাপায় তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!