X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চুরি হওয়া ট্রাক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
১১ জুন ২০১৯, ০৭:২৬আপডেট : ১১ জুন ২০১৯, ১৩:২১

পিবিআইয়ের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলো বাজার থেকে চুরি হওয়া ২৫ লাখ টাকার একটি ট্রাক কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ট্রাকটি উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার (১০ জুন) দুপুরে ঝিনাইদহ পিবিআই অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঝিনাইদহ পিবিআইয়ের পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলো ত্রিমোহনী থেকে ১৬ জানুয়ারি মশিউর রহমান নামের একজনের ২৫ লাখ টাকা দামের একটি ট্রাক চুরি হয়। ট্রাকটি খুঁজে না পেয়ে ট্রাক মালিক বাদী হয়ে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলাটি ডাকবাংলো পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুল ইসলাম তদন্ত করে কোনও ক্লু খুঁজে পাননি। একপর্যায়ে মামলাটি স্ব-উদ্যোগে তদন্তের দায়িত্ব গ্রহণ করে ঝিনাইদহ পিবিআই। ট্রাকটি কমিল্লা এলাকায় বিক্রি হয়েছে বলে পিবিআই জানতে পারে।’

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ২৮ মে এসআই ও তদন্ত কর্মকর্তা সোহেল হোসেন মুসল্লি বেশে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখননগর এলাকার মসজিদে অবস্থান নিয়ে ট্রাকটি শনাক্ত করেন। সেখানকার জিএন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। তখন চোরচক্রের সদস্য ঘুনাইঘর গ্রামের আকাতম আলীর ছেলে গাজী আব্দুল হান্নান ও ভাংগুড়া উপজেলার খাটাশ গ্রামের কালীপদ দেবনাথের ছেলে জীবন দেবনাথকে গ্রেফতার করা হয়। এর আগে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলো এলাকা থেকে যুবলীগ নেতা জাহাঙ্গীর ও ট্রাকচালক সুমনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তথ্য নেয় পিবিআই।

সংবাদ সম্মেলনে পিবিআইয়ের ওসি আব্দুর রব ও এসআই সোহেল হোসেন উপস্থিত ছিলেন।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া