X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে পদ্মার চরে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি
১২ জুন ২০১৯, ১৬:০০আপডেট : ১২ জুন ২০১৯, ১৭:০২

চাঁদপুরে `মিনি কক্সবাজার` হিসেবে পরিচিতি পাওয়া পদ্মার চর চাঁদপুরের ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিতি পাওয়া পদ্মা নদীর চরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন কুমিল্লার এক কলেজছাত্র। তিনি কুমিল্লার বন কর্মকর্তা রফিকুল ইসলামের ছেলে। বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন রাফিদুল ইসলাম রাফিদ।

রাফিদ কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। তার সঙ্গী সাখাওয়াত, হাবীব, জিসান, সুদিপ্ত, মিঠু এবং রাজীব জানান, তারা আট বন্ধু বুধবার সকাল ৮টার দিকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন। চাঁদপুরের বড়স্টেশন এসে একটি ট্রলারে করে দুপুর ১২টার দিকে মিনি কক্সবাজার খ্যাত পদ্মা নদীর মাঝখানে জেগে উঠা চরে ঘুরতে যান তারা। সেখানে তারা সাঁতার কাটছিলেন। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে স্রোতের টানে নিখোঁজ হয়ে যান রাফিদ। তবে অন্য সাত জন তীরে ফিরে আসতে পারেন।

চাঁদপুর নৌপুলিশের এসআই হালিম বলেন, ‘কলেজছাত্র নিখোঁজের খবর পেয়ে তার খোঁজে আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। তার বন্ধুরা আমাদের জানিয়েছে নদীতে গোসল করতে নেমে ঢেউয়ের আঘাতে সে পানিতে তলিয়ে যায়।’

চাঁদপুরের নৌপুলিশ সুপার জমশের আলী বলেন, ‘ওই এলাকায় যাওয়ার দরকার কী? এতো ঝুঁকি নিয়ে মানুষ সেখানে যায় কেন? ওই কলেজছাত্রকে উদ্ধারে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে।’

জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বলেন, ‘বিষয়টি দুঃখজনক। ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

প্রসঙ্গত, চাঁদপুর জেলা শহরের প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে পদ্মা ও মেঘনার মাঝে গত বছর জেগে উঠেছে এ চরটি। এর চারদিক পদ্মা ও মেঘনার বিস্তৃত জলরাশি। চরটি সম্প্রতি কারও কারও কাছে মোহনার চর, কারও কাছে চাঁদপুরের সৈকত, আবার কারও কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত হয়ে উঠেছে।  

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ