X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনে কোনও প্রকার অনিয়ম সহ্য করা হবে না: কমিশনার রফিকুল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০১৯, ১৭:১০আপডেট : ১২ জুন ২০১৯, ১৭:১৬

নারায়ণগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কোনও প্রকার অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটগ্রহণের সময় যদি কেউ প্রভাব বিস্তার করে, তবে ভোটগ্রহণ বন্ধ করে দেবেন। আপনাদের সব ধরনের প্রোটেকশন দেওয়া হবে।’

বুধবার (১২ জুন) নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ হল রুমে পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘পত্রিকার পাতায় দেখি, নির্বাচন কমিশনকে শতশত গালি দেওয়া হচ্ছে। কেউ বলছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি; আবার কেউ বলছে, চমৎকার নির্বাচন হয়েছে, দেশটাকে রক্ষা করেছি। আমি জানি না কোনটা সঠিক। যে অনিয়মের কথা বলা হয়, তার জন্য কমিশন যতটা দায়ী, তার চেয়ে বেশি দায়ী ভোটগ্রহণ কর্মকর্তারা। কিন্তু গালি খায় নির্বাচন কমিশন।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘ব্যালট বা ইভিএম মেশিন কার কাছে থাকে? প্রিজাইডিং অফিসারের কাছে থাকে। আপনারা ভোটগ্রহণ করে তা গুনে ফল প্রকাশ করেন। আপনারা যাদের বিজয়ী ঘোষণা করেন, নির্বাচন কমিশন তাদের নামে গেজেট প্রকাশ করে। গেজেট প্রকাশ ছাড়া কমিশনের কোনও কিছু করার অধিকার নেই। কিন্তু তারপরও আমাদের গালি দেওয়া হয়।’

রফিকুল ইসলাম বলেন, ‘আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সরকারি প্রেসে ছাপিয়ে ব্যাটলপেপার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হত। পরে প্রিজাইডিং অফিসার সেগুলো নিয়ে সারারাত জেগে থেকে সকালে ভোটগ্রহণ শুরু করতেন। এসব ঝামেলা থেকে মুক্তি পেতে ইভিএম ব্যবহার করা হচ্ছে। এতে ভোটগ্রহণ ও গণনা সহজ হয়। ইভিএম নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে ইভিএম অনেক আধুনিক।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও বন্দর উপজেলা নির্বাচনের রিটানিং কর্মকর্তা মাছুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলমসহ অনেকে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ