X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যে কারণে খুন হলো শার্শার সেই মাদ্রাসাছাত্র

যশোর ও বেনাপোল প্রতিনিধি
১২ জুন ২০১৯, ২৩:২৯আপডেট : ১২ জুন ২০১৯, ২৩:৩৭

পুলিশের প্রেস ব্রিফিং শার্শার মাদ্রাসাছাত্র শাহ পরানকে (১২) কয়েক দফা বলাৎকারের চেষ্টা চালান তারই মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান (৩৫)। বিষয়টি সহপাঠীদের কাছে সে প্রকাশ করে দেয়। এ কারণে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে তার মরদেহ ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা হয়।

বুধবার (১২ জুন) সকালে শার্শা থানা চত্বরে যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, রমজান শুরু হওয়ার তিন-চার দিন আগে রাতে হাফিজুর রহমান তার মাথা টিপে দেওয়ার কথা বলে শাহ পরানকে নিজ কক্ষে ডাকেন।  শাহ পরান সেখানে গিয়ে একপর্যায়ে ঘুমিয়ে পড়ে। এরপর হাফিজুর রহমান তাকে বলাৎকারের চেষ্টা করেন। এর আগেও তিনি কয়েকবার এমন চেষ্টা করেন। পরে শাহ পরান বিষয়টি তার সহপাঠী এবং মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যদের জানায়।  এ কারণে হাফিজুর রহমান তাকে কৌশলে মাদ্রাসা থেকে উপজেলার গাজীপাড়া গ্রামের বাড়িতে নিয়ে যান।  সেখানে তাকে ঘরের দেয়ালের সঙ্গে মাথা ঠুকে এবং পরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করেন। এরপর তার মরদেহ ঘরের মধ্যে খাটের নিচে রেখে দেন।

আটক হাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার জানান, এরপর থেকে হাফিজুর রহমান খুলনার দিঘলিয়া উপজেলায় আত্মগোপন করে ছিলেন। প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নির্ণয় করা হয়। মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে খুলনার দিঘলিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১২ জুন) দুপুরে হাফিজুর রহমানকে আদালতে নেওয়া হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।’
হত্যাকাণ্ডের শিকার শাহ পরান যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। সে গোড়পাড়া হিফজুল কোরআন এতিমখানা মাদ্রাসার ছাত্র ছিল।
হাফিজুর রহমান শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের মজিদ মোল্যার ছেলে। হিফজুল কোরআন এতিমখানা মাদ্রাসার শিক্ষক ও মাদ্রাসা সংলগ্ন মসজিদের ইমাম। ২ জুন বিকালে শার্শা উপজেলার গাজীপাড়া গ্রামের হাফিজুর রহমানের ঘরের খাটের নিচ থেকে শাহ পরানের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী