X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেন থেকে ফোন ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ জুন ২০১৯, ১৩:০১আপডেট : ১৩ জুন ২০১৯, ১৩:২৮

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেন থেকে ফোন ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ ঢাকা-সিলেট রুটের শ্রীমঙ্গল এলাকায় হরহামেশাই যাত্রীদের থেকে মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান দ্রব্য ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুধবারও (১২ জুন) শ্রীমঙ্গল শহরতলীর পূর্ব বিরাইমপুর এলাকায় এক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় তিন জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটকদের কাছে যাত্রীর থেকে ছিনিয়ে নেওয়া একটি মোবাইল ফোন পাওয়া যায়।

আটকরা হলেন- শ্রীমঙ্গল শহরতলীর কালন মিয়া (১৯), ইছাক মিয়া (১৮) ও কামাল মিয়া (১৯)। আটকরা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বিরাইমপুর বাস্তহারা রেল কলোনী এলাকার বাসিন্দা।

এই সংঘবদ্ধ ছিনতাইকারীরা চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে, আবার কখনও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে মোবাইল ফোনসহ অন্য মূল্যবান দ্রব্য ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এতে অনেক যাত্রী আহতও হয়েছেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত আন্তঃনগর ট্রেনের জানালার পাশে বসা এক যাত্রী মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ওঁত পেতে থাকা ওই তিন ছিনতাইকারী বাঁশ দিয়ে যাত্রীর হাতে আঘাত করে। আঘাত পেয়ে তিনি মোবাইল ফোনটি ফেলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা ছিনতাইকারীদের ধরে পুলিশের হাতে তুলে দেন।

বিরাইমপুর এলাকার বাসিন্দা মো. সাদিকুল ইসলাম বলেন, ‘আটক কালন মিয়া কয়েক বছর আগে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ফেলে দেয়। এতে ওই যাত্রী গুরুতর আহত হন। পরে কালন মিয়াকে এলাকাবাসী আটক করে পুলিশে হস্তান্তর করে।’

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক (ভারপ্রাপ্ত দায়িত্ব) ওসি মো. আলীম-উদ্দীন বলেন, স্থানীয় লোকজন তিন ছিনতাইকারীকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছে। ট্রেনে ছিনতাই রোধে আমাদের অভিযান অব্যাহত আছে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘থানায় এখনও মামলা হয়নি। তবে তিন ছিনতাইকারী আটক আছে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা