X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে ‘মিনি কক্সবাজারে’ নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
১৩ জুন ২০১৯, ১৮:৩২আপডেট : ১৩ জুন ২০১৯, ২০:১৪

রাফিদ চাঁদপুরের ‘মিনি কক্সবাজার’ খ্যাত মেঘনা নদীর বালুচরে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রাফিদুল ইসলাম রাফিদ। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি ঘটনাস্থলের কাছেই ভেসে ওঠে।

রাফিদ কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। তার বাবা কুমিল্লার বন কর্মকর্তা রফিকুল ইসলাম।

চাঁদপুরের নৌপুলিশ সুপার জমশের আলী বলেন, ‘নৌপুলিশ, কোস্টগার্ড ও প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধার অভিযান চলছিল। এ সময় ঘটনাস্থলের কাছেই ওই কলেজছাত্রের মরদেহ ভেসে ওঠে। পরে আমরা মরদেহ উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মাহমুদ জামান বলেন, ‘চাঁদপুরে তার দুই চাচা ও ওই কলেজের অধ্যক্ষ এসেছিলেন। তাদের কাছে রাফিদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তারা আবেদন করায় মরদেহ ময়নাতদন্ত করা হয়নি।’

চাঁদপুর মডেল থানার ওসি নাছিম উদ্দিন জানিয়েছেন, সুরতহাল রিপোর্ট করার পর কলেজছাত্রের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রাফিদের সঙ্গী সাখাওয়াত, হাবীব, জিসান, সুদিপ্ত, মিঠু ও রাজীবের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, তারা আট জন বুধবার (১২ জুন) সকাল ৮টার দিকে কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন। বড়স্টেশন এসে একটি ট্রলারযোগে দুপুর ১২টার দিকে চাঁদপুরের মিনি কক্সবাজার খ্যাত পদ্মা নদীর পাড়ে জেগে ওঠা চরে ঘুরতে যান। সেখানে তারা সাঁতার কাটছিলেন। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে স্রোতের টানে নিখোঁজ হন রাফিদ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানের নির্দেশে এ সময় তারা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু, সন্ধ্যা পর্যন্ত ডুবুরিদল অভিযান চালিয়েও রাফিদুলের কোনও সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয়।

প্রসঙ্গত, চাঁদপুর জেলা শহরের প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে পদ্মা ও মেঘনার মাঝে গত বছর জেগে উঠেছে এ চরটি। এর চারদিক পদ্মা ও মেঘনার বিস্তৃত জলরাশি। চরটি সম্প্রতি কারও কাছে মোহনার চর, কারও কাছে চাঁদপুরের সৈকত, আবার কারও কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত।

 

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা