X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গরমে নীলফামারীর হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর চাপ

নীলফামারী প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১৫:১৯আপডেট : ১৫ জুন ২০১৯, ২০:৩৫

নীলফামারী সদর হাসপাতালে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ভর্তি

নীলফামারীর হাসপাতালগুলোতে বেশ কয়েকদিন ধরে ডায়রিয়া ও সর্দি-জ্বরসহ শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে। প্রচণ্ড গরমে এসব রোগের প্রাদুর্ভাব বেড়েছে বলে জানান সদর আধুনিক হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. আমিনুর রহমান। 

শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়,  ১০০ শয্যার সদর আধুনিক হাসপাতালে এরইমধ্যে আটশ’ ৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ওয়ার্ডে ৩৫৮ জন, মহিলা ওয়ার্ডে ৩৪৭ জন, শিশু ওয়ার্ডে ৮৫ জন ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬৭ জন ভর্তি হয়েছেন। এছাড়াও আরও ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৫৭ জন। এরআগে বৃহস্পতিবার (১৩ জুন) বহির্বিভাগসহ সদর হাসপাতালে এক হাজার ৫৩৩ জন রোগী ছিল বলে জানিয়েছেন, হাসপাতালের নার্সিং সুপারভাইজার কল্পনা রানী দাস।

শুক্রবার সদর আধুনিক হাসপাতালের বহির্বিভাগের টিকিট মাস্টার জবেদুল ইসলাম বলেন,‘গরম শুরু হওয়ার পর থেকে রোগীর সংখ্যা আনুপাতিক হারে বাড়ছে। প্রতিদিন গড়ে ৬৫০ থেকে ৭০০ রোগী টিকিট কাটেন। গরমের কারণে এ বাড়তি রোগীর চাপ পোহাতে হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রোগী ও তার স্বজনরা ওষুধ নিচ্ছেন।

নীলফামারী আধুনিক সদর হাসপাতাল

জলঢাকা উপজেলা থেকে নীলফামারী হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাজমিন বেগম বলেন,‘তার তিন বছরের ছেলে নাজমুল হক কয়েকদিন ধরে জ্বর, বমি আর ডায়রিয়ায় আক্রান্ত। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সে অনেকটা ভালো।’

নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারী গ্রামের ডায়রিয়া ওয়ার্ডের রোগী রোজিনা বেগম বলেন, ‘বৃহস্পতিবার (১৩ জুন) সকালে দুই মেয়ে মিতু (২) মুক্তিকে (৪) ভর্তি করেছি। গরমে তাদের পাতলা পায়খানা শুরু হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার আপা বলেছেন, ভয়ের কোনও কারণ নেই, স্যালাইন খেলে ভালো হয়ে যাবে।’

সদর আধুনিক হাসপাতালের স্বাস্থ্য শিক্ষাবিদ মো. আব্দুল বাসেত বলেন, ‘তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে রোগের প্রকোপ বাড়ছে। এসময় শিশুদের প্রতি একটু বাড়তি নজর রাখতে হবে। গরমে শিশুদের নিরাপদে রাখতে মায়েদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।’

সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ভর্তি শ্বাসকষ্টের রোগী হালিম মোল্ল্যা (৭১) ও জয়নাল আবেদীন (৬৯) বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে অসুস্থবোধ করছি। গত ৯ জুন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি। এখন পর্যন্ত আরাম বোধ করছি না। আরও যে কতদিন থাকতে হবে ঠিক নেই।’

সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ‘বিশেষ করে শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি, ফ্রিজে সংরক্ষণ করা খাবার ও দূষিত পানি পান করানো থেকে বিরত থাকতে হবে। শিশুরা ঘামলে সঙ্গে সঙ্গে মুছে দিতে হবে। তাহলে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। এ ব্যাপরে সবাইকে সচেতন থাকতে হবে।’

গরমের কারণে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রোগীরা

সদর আধুনিক হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. আমিনুর রহমান বলেন, হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শিশুরা জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এ ছাড়াও আরও একটি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেটি হলো ডেঙ্গুজ্বর। সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দেশে বৃষ্টিপাত হয়ে থাকে। তাই এ সময় ডেঙ্গু মশাও বেড়ে যায়। এসময় শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। দিনের বেলাও শিশুদের মশারির ভেতর রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রচণ্ড গরমে ঠাণ্ডা ও পরিষ্কার পানিসহ তরল খাবার খাওয়াতে হবে। পর্যাপ্ত আলো বাতাস পায় এমন ঘরে রাখতে হবে। যেসব শিশু মায়ের দুধ খায় তাদের বার বার বুকের দুধ খাওয়াতে হবে। গরমে শিশুদের চিপস, আইসক্রিম, চকলেট ও জুস জাতীয় খাবার না দেওয়াই ভালো। শিশুদের প্রতিদিন গোসল করাতে হবে। প্রয়োজনে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় বিভিন্ন রোগের প্রদুর্ভাব দেখা দিয়েছে। বড়দের পাশাপাশি শিশুরা, সর্দি-কাশি জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য শিক্ষাবিদ ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাসহ মাঠকর্মীরা প্রতিদিন মাঠ পর্যায়ে ডায়রিয়া আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে পাঠানোর পরামর্শসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে। এ ব্যাপারে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ করছে। চিকিৎসকরা সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। আশা করি, আবহাওয়ার পরিবর্তন হলে এইসব সমস্যা কেটে যাবে।’

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি