X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অপহরণের ১৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

হিলি প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১৭:৩২আপডেট : ১৫ জুন ২০১৯, ১৭:৪৮

দিনাজপুর দিনাজপুরের হিলিতে অপহরণের ১৫ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আনোয়ার হোসেন জানান, স্কুলছাত্রীর মা শুক্রবার (১৪ জুন) নেওয়াজ নামের একজনকে আসামি করে এজাহার দায়ের করেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হিলির জাংগই গ্রামে নেওয়াজের ভগ্নিপতি মতিয়ার রহমানে বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। নেওয়াজ পালিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে তার ভগ্নিপতি ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে মতিয়ার রহমান (৩৫) ও তার স্ত্রী রিক্তা বেগমকে (৩০) আটক করা হয়। তাদেরকে শনিবার (১৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, এর আগেও নেওয়াজ ওই মেয়েটিকে নিয়ে পালিয়েছিল। স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, ‘আমার মেয়েকে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের নেওয়াজ শরীফ নামের এক বখাটে উত্ত্যক্ত করতো। বিয়েরও প্রস্তাব দিয়েছিল। আমরা বিষয়টি নেওয়াজের অভিভাবকে অবহিত করি। ২৯ মে সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের হিলি বিরামপুর সড়কে আমার মেয়ে হাঁটাহাঁটি করছিল। তখন নেওয়াজসহ তার সহযোগীরা তাকে রাস্তা থেকে প্রাইভেটকারে করে তুলে নিয়ে যায়। আমরা মীমাংসার চেষ্টা করি। মীমাংসা না হওয়ায় শুক্রবার (১৪ জুন) হাকিমপুর থানায় নেওয়াজসহ কয়েকজনকে আসামি করে এজাহার দায়ের করেছি।’

খত্তা মাধব পাড়া ইউপি সদস্য নওরোজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নেওয়াজের সঙ্গে মেয়েটির সম্পর্ক রয়েছে। ৫ মে তারা দুজন পালিয়ে যাওয়ার পর ঢাকা থেকে পরের দিন মেয়েটিকে উদ্ধার করা হয়। ২৯ মে তারা আবার পালিয়ে যায়। তবে, এবার পালানোর পর মেয়েটির কোনও খোঁজ-খবর পাওয়া যাচ্ছিল না। পরে মেয়েটির পরিবার থানায় অভিযোগ দায়ের করে।’ 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী