X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরের কলেজছাত্র অহিদুজ্জামান হত্যা মামলা রায় রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৯, ২২:৩৩আপডেট : ১৫ জুন ২০১৯, ২২:৪১

আদালত

মাদারীপুরের নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এমএ শেষ বর্ষের ও মাদারীপুর বঙ্গবন্ধু 'ল' কলেজের ছাত্র  অহিদুজ্জামান হত্যা মামলা রায় রবিবার (১৬ জুন) ঘোষণা করা হবে। ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ এর বিচারক মনির কামাল এই রায় ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাডভোকেট মেহেদী হাছান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার আসামিরা হলো- লেনিন বেপারী, শাহাবুদ্দিন দর্জি, রেজাউল বেপারী (পলাতক), মহিউদ্দিন দর্জি (পলাতক), এমএম ফয়সাল আহমেদ, সেলিম (মৃত)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, অহিদুজ্জামান মাদারীপুর জেলার নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এমএ শেষ বর্ষের ও মাদারীপুর বঙ্গবন্ধু 'ল 'কলেজের ছাত্র। ২০১১ ও ২০১২ সালে কলেজ ছাত্র সংসদ নির্বাচনে  ছাত্রলীগ প্যানেল থেকে কমনরুম সেক্রেটারি পদে নির্বাচিত হন তিনি।

জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ মহিউদ্দিন ইতালি থেকে সাভারে এক লোকের কাছে টাকা পাঠানোর কথা বলে অহিদুজ্জামানকে সেখানে যেতে বলে। অহিদুজ্জামান তার মাধ্যমে বন্ধু লেনিনের চাচা রেজাউলকে (ইতালিতে থাকেন) দশ লাখ টাকা দিয়েছিলেন বিদেশ যাওয়ার জন্য। মহিউদ্দিন রেজাউলের মাধ্যমে নিজে যেতে পারলেও অহিদুজ্জামানের যাওয়া হয়নি।  সেই টাকা ফেরতের কথা বলে আসামি শাহাবুদ্দিন, সেলিম, ফসসল ও লেনিন অহিদুজ্জামানকে বাড়ি থেকে ডেকে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার কাশিমপুর চর দিঘালিয়া শাহ বেপারির ভুট্টা ক্ষেতে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

ওই ঘটনায় সিংগাইর থানার পুলিশের (উপ-পরিদর্শক) আ. ছালাম বাদী হয়ে একটি হত্যা  মামলা দায়ের করেন।

এরপর ২০১৪ সালের ২২ নভেম্বর ডিবির পুলিশ পরিদর্শক মদন মোহন বনিক অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২৭ নভেম্বর অভিযোগ গঠন করেন আদালত। মামলার অভিযোগপত্রে ৪২ জন সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহন করেন ট্রাইব্যুনাল। এরপর ঘটনার দায় স্বীকার করে আসামি লেনিন বেপারী, শাহাবুদ্দিন দর্জি ও সেলিম আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 

 

 

 

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ