X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বেনাপোলে রাজস্ব ঘাটতি পূরণে নতুন নির্দেশনা

বেনাপোল প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ২২:৩৩আপডেট : ১৫ জুন ২০১৯, ২৩:২৮

বেনাপোল কাস্টম হাউস বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ১৮৫ কোটি টাকা। আদায় হয়েছে ৩ হাজার ৭৭০ কোটি টাকা। ১ হাজার ৪১৫ কোটি টাকার রাজস্ব আয় কম হয়ছে। তবে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বেনাপোল কাস্টমস হাউস থেকে দ্রুত পণ্য খালাসে নতুন নির্দেশনা জারি করায় আমদানি-রফতানি বৃদ্ধি পেয়েছে।

বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী জানান, ভারত ও বাংলাদেশে জাতীয় নির্বাচন ও ঈদের লম্বা ছুটির কারণে বেনাপোলে রাজস্ব আদায় কম হয়েছে। তবে, জুন মাসের মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে সব ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত আমদানি-রফতানি শুরু করা হয়েছে। দিনের রাজস্ব দিনে আদায়ের জন্য পণ্য দ্রুত খালাসেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দিনের রাজস্ব দিনে আদায় করতে হবে। আর এই রাজস্ব আদায়ে কোনও অফিসার যদি ব্যবসায়ীদের ইচ্ছাকৃত হয়রানি করেন, তাহলে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে। ভারত ও বাংলাদেশ যৌথভাবে আমদানি-রফতানি বাণিজ্য দ্রুত সম্পন্ন করতে তদারকি কাজ শুরু করেছে।  উচ্চ শুল্কের পণ্য দ্রুত পরীক্ষণ ও এসেসমেন্ট কার্যক্রম দ্রুত করতে লোকবল বাড়ানো হয়েছে।

জুন মাসব্যাপী প্রত্যেক কাস্টমস অফিসারকে পর্যায়ক্রমে সকাল ৭টা থেকে  রাত ১২টা পর্যন্ত কাজ করতে হবে। যেসব কর্মকর্তা দিনব্যাপী ভারত থেকে আসা আমদানি পণ্যের ট্রাক বেশি-বেশি বাংলাদেশে প্রবেশ করাতে পারবেন, তাদের জন্য রিওয়ার্ডেরও ব্যবস্থা করা হয়েছে। ভারত থেকে আমদানি করা পণ্য দ্রুত স্ক্যানিং করে পরীক্ষণ কাজ সম্পন্ন শেষে ট্রাক টু ট্রাক খালাসের অনুমতিও দেওয়া হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের জন্য কাস্টমস কর্তৃপক্ষ ব্যাপক আইনি পরিবর্তন এনেছে। বন্দর থেকে উচ্চ শুল্কের পণ্য দ্রুত খালাস করতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। সে লক্ষ্যে ব্যবসায়ীরা কাজ করছেন। 

বেনাপোলের ব্যবসায়ী সংগঠনগুলোর অভিযোগ, বেনাপোলের পাশের ভোমরা বন্দরে সব ধরনের পণ্য আমদানির অনুমতি দেওয়ায় সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা ওই বন্দরে  চলে গেছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি