X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় দেড়শ’ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ২৩:৪৩আপডেট : ১৫ জুন ২০১৯, ২৩:৪৬

মামলা চাঁদপুর শহরের পুরাণবাজার দাসপাড়া এলাকায় দুর্গা মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড়শ’ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৫ জুন) মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌতম দাস বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় আটক পাঁচ আসামিকে ওইদিন সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দীন বাংলা ট্রিবিউন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত হলেন– মৃত মুন্নাফ দিদারের ছেলে ফরিদুল ইসলাম দিদার (৫০), ইদ্রিস দিদার (৩২), রাজু দিদার (৩৫), আবুল হোসেনের ছেলে আতিকুল ইসলাম (৪৮) ও আবদুল আলিম (৩৫)। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃত পাঁচজন ছাড়াও এ মামলায় হারুনুর রশিদ ওরফে ইংরেজ (৪৫), হারুন গাজী (২২), কবির ঢালী (৪৫), সায়েম ঢালী (২৩), ফয়সাল গাজী (১৯), মাসুদ রহমান (৩০), রাশেদ (৩৩), মো. ইয়াছিনের (২৬) নাম উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটায় দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৯টায় খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!