X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পেঁয়াজের দাম বাড়ছে

হিলি প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৩:০৯আপডেট : ১৭ জুন ২০১৯, ১৩:৩১

পেঁয়াজ আমদানি তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আরেকদফা পেঁয়াজের পাইকারি (ট্রাকসেল) দাম বাড়লো কেজিতে তিন টাকা থেকে সাড়ে চার টাকা। তিন দিন আগেও প্রকারভেদে কেজিপ্রতি পেঁয়াজ ১৩ টাকা থেকে ১৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে এখন তা বিক্রি হচ্ছে ১৬ টাকা থেকে সাড়ে ১৮ টাকা কেজি দরে। পেঁয়াজ আমদানির ওপর শুল্ক আরোপ এবং বাংলাদেশে পেঁয়াজ রফতানির ওপর ভারত সরকার প্রণোদনা প্রত্যাহার করে নেওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরুর পর থেকেই বন্দর দিয়ে ২৫ থেকে ৩০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। ঈদের আগে যা ৩৫ থেকে ৪০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো। সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে আগে নাসিক, ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে শুধু ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি বাজারে দেশীয় জাতের পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় খানিকটা কমে যাওয়ায় বাজারে দেশীয় জাতের পেঁয়াজের দামও বাড়তে শুরু করেছে। কয়েকদিন আগেও মোকামে যে দেশীয় জাতের পেঁয়াজের দাম ৬শ টাকা থেকে ৭শ টাকা মণ ছিল এখন সেটি বেড়ে ৮শ টাকা মণ দাঁড়িয়েছে। এছাড়া সদ্য ঘোষিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে পেঁয়াজ আমদানিতে পাঁচ ভাগ শুল্ক আরোপ করা হয়েছে। এ কারণেও পেঁয়াজ আমদানিতে কেজি প্রতি ৭০ পয়সা করে শুল্ক পরিশোধ করতে হচ্ছে। এছাড়াও ভারত সরকার পেঁয়াজ রফতানিতে ওই দেশের রফতানিকারকদের যে ইনসেনটিভ (প্রণোদনা) দিতো গত সপ্তাহে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভারতের বাজারেও পেঁয়াজের দাম কিছুটা বাড়ার কারণে বাংলাদেশে বাড়তি দামে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। এর ফলে দেশের বাজারেও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’