X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে কেন্দ্র ফাঁকা, বাইরে ভিড়

জিল্লুর রহমান পলাশ
১৮ জুন ২০১৯, ১৫:৪২আপডেট : ১৮ জুন ২০১৯, ১৫:৫৩




সুন্দরগঞ্জে কেন্দ্র ফাঁকা, বাইরে ভিড় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভোটগ্রহণ। মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা থেকে উপজেলার ১১১টি কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল একদম কম। কেন্দ্রে ভোটার কম থাকলেও বাইরের অবস্থা ছিল ভিন্ন। সেখানে প্রার্থীদের অনুসারী ও সমর্থকদের ভিড় দেখা গেছে।

অন্যদিকে প্রতিটি কেন্দ্রের কক্ষে থাকা এজেন্ট, প্রিজাইডিং-পোলিং অফিসার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটার উপস্থিতি কম থাকায় অনেকটাই অলস সময় পার করছেন।

সকাল ৯ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সোনারায় দাখিল মাদ্রাসা, ছাইতানতলা সরকারি বিদ্যালয়, গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনডাঙ্গা এমএম উচ্চ বিদ্যালয় এবং পৌর এলাকার আব্দুল মজিদ ও আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মীরগঞ্জ বাজারের পাশেই উপজেলা নির্বাচনের ৩৪নং কেন্দ্র। পৌর ও দহবন্দ ইউনিয়নের কিছু এলাকা নিয়ে আব্দুল মজিদ মণ্ডল উচ্চ বিদ্যালয়ের এ কেন্দ্রটি। কেন্দ্রে মোট ভোটার চার হাজার ১৯১ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রে ভোট দিয়েছেন ৪৮৮ জন। এতে কেন্দ্রে প্রায় ১২ পার্সেন্ট ভোট পড়েছে বলে জানালেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মু. মাহমুদ হোসেন মণ্ডল।

অলস সময় কাটাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডোবাপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম নামে এক ভোটার বলেন, ‘বাড়ি থেকে সরাসরি কেন্দ্রে এসেছি। লাইন বা কোনও ঝামেলা ছাড়াই ব্যালট হাতে নিয়ে ভোট দিয়েছি।’

সোনারায় মাদ্রাসা ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা আমিনুর রহমান নামে এক প্রার্থীর কর্মী বলেন, ‘বৃষ্টির কারণে সকালে ভোটাররা আসেননি। বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে জেনে ভোটাররা এখনো কেন্দ্রে আসেননি। তবে দুপুরের পর কেন্দ্রে ভোটারদের লাইন হবে বলে তার বিশ্বাস।’

পৌর শহর এলাকার ৩৩ নম্বর ভোটকেন্দ্রটি মজিদ সরকারি উচ্চ বিদ্যালয়। সরজেমিনে গিয়ে দেখা গেছে, স্কুলের মাঠটি একেবারেই ফাঁকা। ভোটারদের কোনও লাইন সেখানে দেখা যায়নি। দুপুর দেড়টার দিকে দু’জন নারী ও একজন পুরুষকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। তবে ২০ মিনিট অপেক্ষা করেও কেন্দ্রে আর ভোটার প্রবেশ করতে দেখা যায়নি। এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১৮৮ জন। দুপুর ২টা পর্যন্ত এ কেন্দ্রের আটটি কক্ষে প্রায় সাতশ’র মতো ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার দিনেশ চন্দ্র বর্মণ।

এদিকে, ভোট গ্রহণ শুরুর পরেই আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের আশরাফুল আলম লেবু ও জাতীয় পার্টি প্রার্থী লাঙ্গল প্রতীকের আহসান হাবীব খোকন এবং স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের খয়বর হোসেন সরকার মওলা নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। নারী ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকুলি ও প্রীতিমা রাণি নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

বাইরে ভিড় নির্বাচনে তিনটি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে চার জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ছয় জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে উপজেলার ৩ লাখ ৩৯ হাজার ২১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের প্রার্থী খয়বর হোসেন সরকার দাবি করেন, ‘ভোটার উপস্থিতি কম রয়েছে। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে অনেক ভোটার আসেননি। এ সুযোগে কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মীসমর্থকরা জাল ভোট দেন ও ভোট কারচুপির চেষ্টা করেন। এছাড়া ঘোড়া প্রতীকের সমর্থক ও ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।’

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. ছোলাইমান আলী জানান, শান্তিপূর্ণ পরিবেশে ১১১ কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে। কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও কেউ কোনও বিষয়ে অভিযোগ করেননি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা