X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পায়রা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের কাজে ফিরে যেতে বললেন প্রতিমন্ত্রী, তিনটি তদন্ত কমিটি

পটুয়াখালী প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ২০:০৭আপডেট : ১৯ জুন ২০১৯, ২০:৩১

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র (ছবি: সঞ্চিতা সীতু) পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে এক বাঙালি শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চীনা ও বাঙালি শ্রমিক এবং পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং আহত এক চীনা শ্রমিকের মৃত্যুর ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ, স্থানীয় জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ খেকে এসব কমিটি গঠন করা হয়েছে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দিয়েছেন। তিনি তাদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল হাফিজ জানান, ‘বাঙালি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে বুধবার (১৯ জুন) দুপুরে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বাঙালি ও চীনা শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি তাদের উভয় পক্ষের দাবি শুনে এগুলো বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং শ্রমিকদের কাজে ফিরে যেতে বলেন। পরে শ্রমিকরা কাজে ফিরে যান। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে বিজিবি, র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।’

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন পুলিশ জানায়, মঙ্গলবার সকালের দিকে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লারের ওপর (প্রায় সাততলার সমান উঁচু) থেকে পড়ে এক বাঙালি শ্রমিকের মৃত্যু হয়। তাপবিদ্যুৎকেন্দ্রে কর্মরত চীনাদের দাবি, ওই শ্রমিক অসাবধানতার কারণে নিচে পড়ে গিয়ে মারা যান। তবে বাঙালি শ্রমিকরা অভিযোগ করেছেন, বয়লারের ওপর থেকে ওই শ্রমিককে এক চীনা নাগরিক লাথি দিয়ে নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনার পর তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতরে নিহত শ্রমিকের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন বাঙালি শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে মঙ্গলবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বাঙালি ও চীনা শ্রমিক এবং পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় তিন পুলিশ সদস্য, ছয় চীনা নাগরিক এবং বাঙালি শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত চীনা শ্রমিকসহ মোট আট জনকে রাতেই বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে এক চীনা শ্রমিক আজ শেবাচিমে মারা যান।

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধূরী সাংবাদিকদের জানান, ‘এ ঘটনায় বুধবার দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল হাফিজকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তারা তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে।’

আরও পড়ুন- পায়রা বিদ্যুৎকেন্দ্রে হামলার শিকার চীনা শ্রমিকের মৃত্যু

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া