X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ধর্ষণের শিকার কলেজছাত্রীর আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি
২০ জুন ২০১৯, ০৯:৪৭আপডেট : ২০ জুন ২০১৯, ১৭:৩৪

বরিশাল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের পূর্ব রবিপুর গ্রামে ধর্ষণের শিকার কলেজছাত্রী ফারজানা আক্তার (১৭) বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় সোমবার (১৭ জুন) রাতে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা সালাম ফরাজী। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম এ কথা জানান।

ফারজানা বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘুনি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

১২ জুন ধর্ষণের শিকার হওয়ার পর ১৩ জুন ফারজানা বিষপান করেন। তিনি ১৬ জুন শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

পুলিশ জানায়, মামলার প্রধান আসামি উপজেলার কবাইর এলাকার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে রাজিব ও তার সহযোগীরা পলাতক রয়েছে। রাজিবের সহযোগীরা হলো তরিকুল ইসলাম, শাওন গাজী, শাওন ফরাজী, জোবায়ের ও রাসেদ। মামলায় তাদের সবাইকে আসামি করা হয়েছে।

মামলার বাদী ও নিহতের বাবা সালাম ফরাজী জানান, ঘটনার দিন ফারজানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মেয়েকে মিয়ার বাড়ির সামনে বসা দেখতে পাই। এ সময় ফারজানা আমাকে ধর্ষণের বিষয়টি জানালে আমি তাকে বকাঝকা করে বাসায় নিয়ে আসি। পরদিন ফারজানা বিষ পান করে। তাকে দ্রুত বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে ওয়াশ করা পর অবস্থার অবনতি হয়। পরে ডাক্তাররা তাকে বরিশাল মেডিক্যালে রেফার করেন। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর ১৬ জুন তার মৃত্যু হয়।

গারুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার হায়দার বলেন,‘আমি বিষয়টি লোকমুখে শুনেছি। যারা এ কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘মেয়েটির পরিবার ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছে। দোষীদের গ্রেফতারে বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের