X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় পুকুর ভরাট করে রেলওয়ের সম্পত্তি দখলের অভিযোগ

মাসুদ আলম, কুমিল্লা
২০ জুন ২০১৯, ১৫:১২আপডেট : ২০ জুন ২০১৯, ১৫:১২

কুমিল্লায় রেলওয়ের পুকুর ভরাট করে ঘর নির্মাণ করা হচ্ছে

কুমিল্লায় রেলওয়ের সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণসহ ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। দখলদাররা কুমিল্লার ময়নামতি রেল ক্রসিংয়ের কাছে দৌয়ারা মৌজায় রেলের একটি পুকুর ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে বলে কুমিল্লা রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।

বাংলাদেশ রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পূর্ত রাম নারায়ণ ধর বলেন,‘জাবেদ নামে এক ব্যক্তি ময়নামতি রেল ক্রসিং সংলগ্ন দৌয়ারা মৌজার জেএল নং-১০৩, সিট নং-১ এবং ৪৬৫ ও ৪৬৬ দাগের সম্পত্তি  দখল করেছেন। জাবেদ বর্তমানে রেলের পুকুর ভরাট করে ঘর নির্মাণ করছেন। যা অবৈধ ও নিয়ম বহিরর্ভূত। এ দাগের সব শতভাগ রেলওয়ের সম্পত্তি।’

তিনি আরও জানান, কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও কুমিল্লা সদর দক্ষিণ থানায় অবৈধ দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য এজাহার দেওয়া হয়েছে। এ অবৈধ দখল সম্পর্কে বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইডব্লিউ/কুমিল্লা কানুনগোকে জানানো হয়েছে। এছাড়াও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পূর্ত বিভাগ জিআরপি পুলিশ সদস্যদের নিয়ে ঘর নির্মাণের কাজ বন্ধ করাসহ তাদের উচ্ছেদের জন্য একাধিকবার চেষ্টা করেছি। কিন্তু প্রত্যেকবারই জাবেদ মিয়া ও তার ভাই আজাদ মিয়া ভাড়াটে লোক নিয়ে উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত জাবেদ মিয়া বলেন,‘আমার দখলকৃত সম্পত্তির বিএস খতিয়ান রয়েছে। তবে সিএস ও আরএস এর কোনও কাগজপত্র নেই। আমার বাবা রেল কর্তৃপক্ষকে সম্পত্তির সঠিক মূল্য দিয়ে বিএস খতিয়ান নিয়েছেন। এছাড়াও এই সম্পত্তি দীর্ঘদিন ধরে আমাদের দখলে আছে।’

কুমিল্লার লাকসাম কানুনগো কাউছার হামিদ বলেন, ‘রেলওয়ের ওই সম্পত্তি অবৈধ দখলের বিরুদ্ধে আমিও একটি মামলা করেছি। শুনেছি রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে যাওয়ার পর তাদের বাধা দেওয়া হয়েছে। রাজনৈতিক শক্তির কারণে অবৈধ দখলদাররা এখনও টিকে আছে।’

  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়