X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
২১ জুন ২০১৯, ১০:৪১আপডেট : ২২ জুন ২০১৯, ০৮:৫৪

  লাশ যৌতুক না দেওয়ায় নির্যাতন করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এই গৃহবধূর নাম শুভ্রা বেগম (২৫)। তার স্বজনরা অভিযোগ করেছেন, শুভ্রাকে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে তার শ্বশুরবাড়ির লোকজন। তবে শুভ্রার স্বামী রিপন খন্দকার ও তার পরিবারের লোকেরা এই অভিযোগ অস্বীকার করছেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায় শুভ্রা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বুধবার শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় নগরকান্দা থানা পুলিশ। এ ঘটনায় নগরকান্দা থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় বছর আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের আকাইদ ঢালীর মেয়ে শুভ্রা বেগমের সঙ্গে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের জালাল খন্দকারের ছেলে রিপন খন্দকারের বিয়ে হয়। তাদের সংসারে জুবাইদা আক্তার নামে চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।

শুভ্রার চাচা মোসায়েদ ঢালী জানান, মঙ্গলবার বিকালে শুভ্রা তার থাকার ঘরের পাশে শাশুড়ির ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে জানায় ওই বাড়ির লোকজন। তবে সে কেন আত্মহত্যা করেছে সে বিষয়ে কোনও উত্তর তারা দিতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা খাটের ওপর শুভ্রার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোসায়েদ ঢালী অভিযোগ করেন, ‘স্বামীর বাড়ির লোকেরা শুভ্রাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। যৌতুক না দেওয়ায় তারা এই কাজ করেছে।’

শুভ্রার আরেক চাচা নাজমুল ঢালী জানান, ‘সোমবার বিকালে শুভ্রা বাবার বাড়ি বেড়াতে এসেছিল। ঈদের সময় ওকে আসতে দেয়নি। ঈদের ২০ দিন পরে সে বাবার বাড়ি আসে। মঙ্গলবার সকালে তাকে ফোন করে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। ও তখন কাঁদতে কাঁদতে চলে যায়। আমারা জানতে চাইলে বলে, না গেলে আমাকে মেরে ফেলবে।’ তিনি আরও অভিযোগ করেন, ‘শুভ্রার স্বামী মাদকাসক্ত। সে নিয়মিত ইয়াবা সেবন করে শুভ্রাকে মারপিট করতো। মঙ্গলবার সকালে চলে আসার পরে বিকালে আমাদের সংবাদ দেওয়া হয় শুভ্রা আত্মহত্যা করেছে।’

এদিকে শুভ্রার স্বামী রিপন খন্দকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কখনোই তাকে নির্যাতন করিনি। ঘটনার দিন আমি দোকানে ছিলাম। সেখানে একজন গিয়ে আমাকে খবর দেয় শুভ্রা আত্মহত্যা করেছে।’ আত্মহত্যার কারণ কী- প্রশ্ন করা হলে তিনি কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি। 

নগরকান্দার থানার উপ পরির্দশক রবিউল ইসলাম জানান, ‘এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক