X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিরলে কৃষক হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
২৩ জুন ২০১৯, ১৯:৩৭আপডেট : ২৩ জুন ২০১৯, ১৯:৫৪

 

আদালত দিনাজপুরে কৃষক আব্দুল বারীকে হত্যার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড ও পাঁচ নারীসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মারামারি করে প্রতিপক্ষকে রক্তাক্ত জখম করার অপরাধে একই মামলার আরেকটি ধারায় এই ১৯ আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৩ জুন) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো—বিরল উপজেলার রতনৌর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলাম। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৭ জন হলো—ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সহোদর আব্দুর রাজ্জাক ও মোহবুর রহমান, একই এলাকার চান মোহাম্মদের ছেলে মতিবুর রহমান ওরফে মতিউর রহমান মঙ্গলু, মঙ্গলুর দুই ছেলে জাফরুল হক ও রাসেল হক, মঙ্গলুর স্ত্রী নুর নেহার, আব্দুল মালেকের ছেলে গোলাম রব্বানী ও স্ত্রী সুরাতন নেছা, মৃত সমির উদ্দীনের ছেলে আব্দুর রহমান, মৃত কেরাম উদ্দীন সরকারের ছেলে আব্দুস সামাদ, মৃত মেনু মোহাম্মদের ছেলে নাজমুল হক, শরিফুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন, নাজমুল হকের স্ত্রী মল্লিকা বেগম, হযরত আলীর ছেলে রোস্তম আলী, রোস্তম আলীর স্ত্রী তাজুন নেহার, ঝানঝু মোহাম্মদের ছেলে আনিছুর রহমান ও স্ত্রী কুলসুমা খাতুন। আসামিদের মধ্যে আব্দুর রহমান ও আকলিমা খাতুন পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ২৯ অক্টোবর বিরল উপজেলার রতনৌর মৌজার ১৪ শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে বিরল উপজেলার নোনাগ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে আব্দুল কাফী ও আব্দুল বারী এবং তাদের বোন মাহফুজা বেগমকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন (৩০ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান আব্দুল বারী। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বাকী ৩১ অক্টোবর বিরল থানায় ৩২৫, ৩০২ ও ১৪৯ ধারায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা পরিচালনার পর ১৭ জনের স্বাক্ষ্যগ্রহণ করে আদালত আজ রায় দিলেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) হাসনে ইমাম নয়ন ও অ্যাডভোকেট একরামুল আমিন। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন মাজহারুল ইসলাম সরকার, মোসলেম উদ্দিন সরকার ও স্টেট ডিফেন্স কৌশুলি খলিলুর রহমান।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না