X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাত্র পাঁচশ’ টাকার জন্য ট্রলার চালককে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ১১:০৩আপডেট : ২৪ জুন ২০১৯, ১১:৫১

  লাশ

সুনামগঞ্জের মধ্যনগরে ভাড়ার ৫০০ টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সুজন নামে এক ট্রলার চালককে হাত-পা বেঁধে পানিতে ডুবিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ জুন)  বিকেল তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি ধর্মপাশা আদালাতে হাজির করা হয়। এসময় বিচারক মিছবাহ উদ্দিন আহমদের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় কাজল। পরে আদালত তাদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুজন সরকার মধ্যনগর থানার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আশুতোষ সরকারের ছেলে।

গ্রেফতার তিনজন হলো, চামারদানী ইউনিয়নের মাছুয়াকান্দা গ্রামের আব্দুল হেকিমের ছেলে মোশারফ হোসেন (৩০), বলরামপুর গ্রামের লিটন মিয়ার ছেলে তানভীর আহমদ (২২) ও টেপিকোণা গ্রামের লালচাঁন মিয়ার ছেলে কাজল মিয়া।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা গত ১২ জুন  ২ হাজার টাকায় সুজনের ট্রলার ভাড়া করে। সারাদিন টাঙ্গুয়ার হাওর, বাদাঘাটসহ বিভিন্ন এলাকা ঘুরে রাতে বলরামপুর ফিরে আসে। এসময় ট্রলার ভাড়া চাইলে তারা সুজনকে পনেরশো টাকা ভাড়া দেয়। এনিয়ে তাদের সঙ্গে সুজনের কথাকাটাকাটি হয়।এর জের ধরে তারা সুজনকে হত্যার সিদ্ধান্ত নেয়। তারা বলরামপুর গ্রামের ঢেউ প্রতিরক্ষা দেওয়াল থেকে একটি ভারী পাথরসহ সুজনকে জোর করে নৌকায় তুলে। পরে টগার হাওরের গভীরে গিয়ে সুজনের হাত-পা এবং পেটে ভারী পাথর বেঁধে গভীর জলে ফেলে দেয়। এরপর তারা নিজেরাই ট্রলার চালিয়ে স্থানীয় ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারের সেতুর নীচে সুজনের নৌকাটি পানিতে ডুবিয়ে রেখে চলে যায়। পরদিন (১৩ জুন) সকালে  কাজল ও মোশারফ ধর্মপাশা থেকে ট্রেন ধরে নেত্রকোণা হয়ে ঢাকায় চলে যায়। এদিকে সুজনকে খুঁজে না পেয়ে তার পরিবার ১৩ জুন ধর্মাপাশা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওইদিন দুপুরে সুজনের মোবাইল থেকে ফোন করে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে কাজল। টাকা পাঠানো জন্য একটি বিকাশ নাম্বার দিয়ে ফোনটি বন্ধ করে দেয়। টাকা চাওয়ার বিষয়টি জানার পর পুলিশ সুজনের কল লিস্ট বের করে। কল লিস্টেরভিত্তিতে বলরামপুর গ্রাম থেকে তানভীরকে আটক করে। পরে তানভীরের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১৪ জুন ঢাকার উত্তর বাড্ডা থেকে কাজল ও মোশারফ গ্রেফতার করে। তদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (২২ জুন) সুজনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ জুন)ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ এলাকার সেতুর নীচ থেকে সুজনের নৌকাটি উদ্ধার করা হয়।

নিহত সুজনের ছোট ভাই স্বপন সরকার বলেন,‘মাত্র ৫০০ টাকা জন্য ঘাতকরা আমার ভাইকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে। এঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছি।’

সুজনের চাচাতো ভাই প্রদীপ সরকার বলেন, ১২ জুন দুপুর ১টায় সুজন তার স্ত্রী মাধবীর সঙ্গে শেষ কথা বলেছিল। তার ৪ বছর ও সাত মাস বয়সের দুটি সন্তান রয়েছে। এবছর সে ৩৫ হাজার টাকা ঋণ করে একটি ছোট্ট ট্রলার কিনেছিল। সে ওই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম নেওয়াজ বলেন,‘গ্রেফতার ব্যক্তিরা নৌকা ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সুজনকে হত্যা করেছে। পুলিশ তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে হত্যাকারীদের গ্রেফতার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মায়ের করা নিখোঁজ ডায়েরিটি হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রেখেছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়েছে। 

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা