X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

শাহবাজপুর তিতাস সেতু দিয়ে যান চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ১৫:৫৩আপডেট : ২৪ জুন ২০১৯, ১৫:৫৩

শাহবাজপুর তিতাস সেতু দিয়ে যান চলাচল শুরু


ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ঝুঁকিপূণ শাহবাজপুর তিতাস সেতুর ওপর দিয়ে সোমবার (২৪ জুন) বেলা ১১টা থেকে যান চলাচল শুরু হয়েছে। সেতুটি ভেঙে  যাওয়ার পর সেখানে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছে। তবে সেতুর ওপর দিয়ে ২২ টনের বেশি ওজন নিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ ও হাইওয়ে পুলিশ জানায়, গত শনিবার দুপুর থেকে সেতুটির ওপর স্টিলের বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। সোমবার সকাল পর্যন্ত শাহবাজপুর সেতুটি মেরামতের কাজ চলে। পরে কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পর বেলা ১১টা থেকে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। এর পর থেকে সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামিম আল মামুন জানান, সেতুতে ২২টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ঝুঁকির বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান। 
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন সরকার জানান, সেতুর ওপর গাড়ি নিয়ন্ত্রণ করে উঠতে দেওয়া হচ্ছে। এক সঙ্গে বেশি যানবাহন যাতে সেতুর ওপরে না উঠে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার কারণে সড়ক পথে চাপ বাড়ায় গণপরিবহনের যাত্রীরা তাদের ভোগান্তির কথা জানান।
ব্রাহ্মণবাড়িয়া ইসলামপুর কলেজের প্রভাষক রানা সাহা জানান, আমরা প্রতিদিন এই সড়কে যাতায়ত করি। গণপরিবহন না পেয়ে চরম ভোগান্তির মধ্যে পরেছি।
ঢাকা থেকে সিলেট গামী যাত্রী ফরিদুল হুদা জানান, রেলপথ বন্ধ, সড়ক পথে ভোগান্তি কিভাবে সিলেটে পৌঁছাবো বুঝতে পারছি না।
সিলেটের কাঁচামাল ব্যবসায়ীয় আবুল ফজল জানান, কাঁচা মাল (আলু) নিয়ে গত কয়েকদিন ধরে মহাসড়কে আটকে ছিলেন। সেতু খুলে দেওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১৮ জুন মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরের ঝুঁকিপূর্ণ তিতাস সেতুটির রেলিং এবং ফুটপাত ধসে তিতাস নদীতে পড়ে যায়। এর পর থেকে এই সেতুটির ওপর দিয়ে সব ধরনের ভারী এবং মাঝারি আকারের যান চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। ফলে ৬দিন ধরে মহাসড়কে যানবাহন চালকসহ যাত্রীরা আটকা পরে চরম ভোগান্তির মধ্যে ছিলেন। এ অবস্থায় ঝুঁকির মধ্যেই জোরাতালি দিয়ে আজ (সোমবার) সেতুটি খুলে দেওয়া হয়।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
গানের শহরে খালিদ খালিদ কান্না...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই