X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এমপির কলেজে ট্রান্সফরমার বসাতে ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন লংগদু!

রাঙামাটি প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ২২:৫২আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:৫৯

রাঙামাটি রাঙামাটির লংগদু উপজেলার লক্ষাধিক মানুষ সোমবার (২৪ জুন) সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রতিবেশী জেলা খাগড়াছড়ির সংসদ সদস্য ও তার স্ত্রীর নামে প্রতিষ্ঠিত কলেজের জন্য আলাদা ট্রান্সফরমার স্থাপন ও ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সংযোগ কাজের কারণে তাদের এই ভোগান্তি পোহাতে হয়। এছাড়া দীর্ঘসময় বিদ্যুৎ না থাকার বিষয়টি অবহিতও করেনি বিদ্যুৎ বিভাগের লোকজন।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে গরমে ছোট বাচ্চা ও বয়স্কদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এছাড়া বিদ্যুতের অভাবে নিজ দেশের খেলা দেখতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ির বর্তমান এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার উদ্যোগে ২০১৫ সালের ১ জুলাই দীঘিনালা উপজেলার দীঘিনালা-লংগদু সড়কের মধ্য বোয়ালখালি এলাকায় প্রতিষ্ঠা করা হয় ‘কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ’। এই কলেজের ট্রান্সফরমার স্থাপনের জন্য গত দুই দিন ধরে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছেন।

এমপির কলেজে ট্রান্সফরমার বসাতে ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন লংগদু! লংগদু উপজেলার বাসিন্দা ও উপজেলা জনসংহতি সমিতির (জেএসএস) সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ‘বিদ্যুৎ বিভাগ পূর্ব ঘোষণা ছাড়াই সবসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখে। এতে গরমে ভোগান্তিতে পড়েন উপজেলার লক্ষাধিক মানুষ। দীর্ঘ সময় ধরে যে বিদ্যুৎ থাকবে না, তা জানার অধিকার তো আমাদের আছে। পূর্ব ঘোষণা ছাড়া একজন এমপির কারণে এমন ভোগান্তি সৃষ্টি হওয়ার বিষয়টি দুঃখজনক।’

উপজেলাবাসীর অভিযোগ, সাধারণ সময়েই লংগদুতে ২৪ ঘণ্টার মধ্যে ৪-৫ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। এর মধ্যে হালকা বাতাস ও সামান্য বৃষ্টিতেই এ উপজেলার লোকদের বিদ্যুৎহীন থাকতে হয়। উপজেলায় বিদ্যুৎ বিভাগের কোনও অফিস না থাকায় এই বিষয়ে পাশের জেলার দীঘিনালা উপজেলায় যোগাযোগ করতে হয়।

এমপির কলেজে ট্রান্সফরমার বসাতে ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন লংগদু! দীঘিনালা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী অশোক কুমার দাশ বলেন, ‘সকাল থেকে লাইনের কাজ চলছে, সে জন্যে লংগদুতে বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। খাগড়াছড়ি জেলার এমপির কলেজের বিদ্যুৎ লাইনের কাজের কথা জানতে চাইলে তিনি অকপটে স্বীকার করে বলেন, ‘এমপির কাজ না করে তো পারা যায় না।’

লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রবীর কুমার রায় বলেন, ‘আমি দীঘিনালা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।’

এ বিষয়ে জানতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে তার ব্যক্তিগত সহকারী খগেন ত্রিপুরা বলেন, এমপি সাহেব সংসদে রয়েছেন। রাতে আর কথা বলা সম্ভব হবে না।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া