X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জামানত হারালেন বগুড়া-৬ উপনির্বাচনের পাঁচ প্রার্থী

বগুড়া প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ১৭:০৪আপডেট : ২৫ জুন ২০১৯, ১৭:১৯

বগুড়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন সংসদে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমরসহ পাঁচ প্রার্থী। ১৬ হাজার ৭৩৪ ভোটের কম পাওয়ায় তারা জামানত হারালেন। 

জামানত হারানো অন্য চারজন হলেন- বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ড. মনসুর রহমান (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র প্রার্থী মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল (আপেল) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু (ট্রাক)।

গতকাল সোমবার (২৪ জুন) বগুড়া সদর আসনের উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএমটি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর ৭ হাজার ২৭১ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ড. মনসুর রহমান ৪৫৬ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম ৫৫৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মিনহাজ মন্ডল দুই হাজার ৯২০ ভোট ও সৈয়দ কবির আহম্মেদ মিঠু ৬৩০ ভোট পেয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার এসএম জাকির হোসেন জানান, নির্বাচনে ভোটার ছিল ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। ১৪১টি কেন্দ্রের ৯৬৫ বুথে ভোট পড়েছে এক লাখ ৩৩ হাজার ৮৭০ ভোট। ভোট গ্রহণের হার ৩৪.৫৫ শতাংশ। তিনি জানান, কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ না পেলে তার জামানত ২০ হাজার টাকা বাজেয়াপ্ত হবে। সদর আসনের উপনির্বাচনে অংশগ্রহণকারী সাত প্রার্থীর মধ্যে পাঁচজন ১৬ হাজার ৭৩৪ ভোটের কম পেয়েছেন। তাই তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’