X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনার জন্য রেল মন্ত্রণালয়কে ব্যর্থ বলা যাবে না: রেলমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ১৮:২৫আপডেট : ২৬ জুন ২০১৯, ১৮:৩৪

মৌলভীবাজারে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘কোনও দুর্ঘটনাই আমাদের কাম্য নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। ব্রিজ ভেঙে নয়; অতিরিক্ত যাত্রী, নাট-বল্টু খোলা ও কারিগরি ক্রটির কারণেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুটি তদন্ত কমিটি কাজ করছে। তারা এর কারণ জানাবে। এই দুর্ঘটনার জন্য রেল মন্ত্রণালয়কে ব্যর্থ বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তদন্ত রিপোর্টে যা আসবে তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। যদি কেউ দায়ী হয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে রেল বিভাগ।’ মৌলভীবাজারে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

আজ বুধবার (২৬ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেল স্টেশনের কাছে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর মন্ত্রী এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনও তার সঙ্গে ছিলেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় রেল বিভাগের উন্নয়ন হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের আমলে আলাদা মন্ত্রণালয় হয়েছে। দৃশ্যমান নানা উন্নয়ন হয়েছে ও হচ্ছে।’ মৌলভীবাজারে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

এসময় স্থানীয়দের দাবি বিবেচনায় নিয়ে বরমচাল স্টেশনে দুটি আন্তনগর ট্রেন স্টপেজের আশ্বাস দেন মন্ত্রী। পরবর্তীতে প্রয়োজন হলে আরও স্টপেজ দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহত কুলাউড়ার আওয়ামী লীগ নেতার স্ত্রী মনোওয়ারা পারভীনের বাড়িতে যান এবং তাদের সান্ত্বনা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সারয়ার আলম, রেলওয়ের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জন প্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন- 

কুলাউড়ার দুর্ঘটনার পেছনে গাফিলতি থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: সিলেটে রেলমন্ত্রী

সেতু নয়, অন্য চার কারণ চিহ্নিত করেছে রেলওয়ের তদন্ত কমিটি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়