X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দুই সপ্তাহ ধরে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের স্ক্যানার মেশিন নষ্ট

বেনাপোল প্রতিনিধি
২৭ জুন ২০১৯, ১০:৪৮আপডেট : ২৭ জুন ২০১৯, ১৩:৩৩

বেনাপোল চেকপোস্ট কাস্টমসে নষ্ট হয়ে যাওয়া স্ক্যানার মেশিন

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের একমাত্র স্ক্যানারটি দুই সপ্তাহ ধরে অচল হয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, এটি মেরামতের জন্য কর্তৃপক্ষের কোনও উদ্যোগ নেই। ফলে সোনা ও বৈদেশিক মুদ্রাসহ মূল্যবান সামগ্রী পাচারের আশঙ্কা রয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, মেশিনটির কোনও যন্ত্রাংশ দেশে পাওয়া যায় না। এ কারণে মেরামতে দীর্ঘ সময় লেগে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জানা গেছে, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল চেকপোস্ট দিয়ে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণসহ বিভিন্ন কাজে যাত্রীদের যাতায়াত বেশি। প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ হাজার যাত্রী ভারতে যাতায়াত করে। তবে অনুন্নত অবকাঠামোর কারণে এ পথ নিরাপদ ভেবে চোরাকারবারিরা যাত্রী বেশে সোনা ও বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পাচার করে। তবে এসব চালানের অধিকাংশই আটক হচ্ছে ভারতের পেট্রাপোল চেকপোস্ট কাস্টমসে।

সরেজমিন বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে গিয়ে দেখা যায়, দুই সপ্তাহ ধরে যাত্রীদের ব্যাগেজ পরীক্ষার কাজে ব্যবহৃত স্ক্যানার মেশিনটি সম্পূর্ণ অচল হয়ে আছে। হাতে কয়েকটি ব্যাগ তল্লাশি করলেও অধিকাংশ ব্যাগ পরীক্ষা না করেই যাত্রীদের ছেড়ে দেওয়া হচ্ছে। তারা ভারত ঢুকে যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘প্রতিবছর এপথ দিয়ে যে পরিমাণ যাত্রী যাতায়াত করে তা থেকে সরকার ভ্রমণকর বাবদ শত কোটি টাকার রাজস্ব আয় করে থাকে। কিন্তু এ কাস্টমসে কাঙ্ক্ষিত যাত্রীসেবা নেই। প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নও নেই। এক ধরনের দুর্ভোগ ও হয়রানির মধ্য দিয়ে যাত্রীদের যাতায়াত করতে হয়। অসাধু কিছু কর্মকর্তার সহযোগিতায় পাচার হচ্ছে অনেক পণ্য। এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে।’

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, স্ক্যানার মেশিনটি অচল থাকায় পাচারের আশঙ্কা থেকে যাচ্ছে। পাঁচ হাজার যাত্রীর ব্যাগ তো আর হাতে তল্লাশি করা সম্ভব না। বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। এছাড়া যে যন্ত্রটি নষ্ট হয়েছে, তার মূল্য ১২ লাখ টাকা। এর যন্ত্রাংশ দেশে কিনতে পাওয়া যায় না, তাই সময় লাগছে।

 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!