X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সৌর বিদ্যুতে চলছে সেচ পাম্প, বদলে গেছে চরাঞ্চলের কৃষকের ভাগ্য

বিশ্বজিৎ দেব, জামালপুর
২৯ জুন ২০১৯, ০৭:৫০আপডেট : ২৯ জুন ২০১৯, ০৭:৫০

 

সৌর বিদ্যুতে চলছে সেচ পাম্প, বদলে গেছে চরাঞ্চলের কৃষকের ভাগ্য চরের জমিতে চাষাবাদের জন্য এক সময় কৃষকদের নির্ভর করতে হতো ডিজেল চালিত সেচ পাম্পের ওপর। এই পাম্পে চালানোর খরচ বেশি হওয়ায় চরের অনেক জমি অনাবাদি পড়ে থাকতো। কিন্তু দৃশ্যপট বদলে গেছে। এখন সৌর বিদ্যুৎ দিয়ে চলছে সেচ পাম্প। আর এতেই বদলে যাচ্ছে জামালপুরের ইসলামপুর দুর্গম চরাঞ্চলের কৃষকদের ভাগ্য। তাদের মুখে ফুটেছে অনাবিল হাসি। এই পদ্ধতিতে কোনও জ্বালানি খরচ না হওয়ায় চরের অনাবাদি জমিগুলো ভরে উঠেছে সবুজ ফসলে।

সরেজমিনে জানা যায়, জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বুকের মুন্নিয়া চরটি মূল ভূখন্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। প্রায় বিচ্ছিন্ন এই দ্বীপচরটি। তাই বিদ্যুৎ সংযোগ নেই এখানে। চরের জমি উর্বর হলেও অধিকাংশ জমিই পড়ে থাকতো অনাবাদি। কারণ ডিজেল চালিত সেচ পাম্পে উৎপাদন খরচ অনেক বেশি। কিন্তু সোলার পাম্প স্থাপন করায় পাল্টে যাচ্ছে এখানকার কৃষকদের জীবন।

ইসলামপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- উপজেলার কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে ২৬টি সোলার পাম্প। প্রতিটি সোলার সেচ পাম্প ৭ হাজার ২শ’ ওয়াট এবং মটর ৩ দশমিক ৭৫ কিলোওয়াট রয়েছে। প্রতিটি সোলার পাম্পের আওতায় ১০০ বিঘা জমিতে ধান, পাট, মরিচ, ভুট্টা, গম, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন ফসল ও সবজি উৎপাদন করতে পারবে কৃষকরা। সেই হিসেবে আড়াই হাজার বিঘা জমিতে সবুজ ফসল ফলানোর ব্যবস্থা হয়ে গেছে।

সৌর বিদ্যুতে চলছে সেচ পাম্প, বদলে গেছে চরাঞ্চলের কৃষকের ভাগ্য বেলগাছা মুন্নিয়া গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, ‘ইরি ধান লাগাতে পানির জন্য সমস্যা হতো। খরচ বেশি হতো। এখন এমন সুযোগ পেলাম, পানির জন্য আর কোনও খরচ নেই।’

একই এলাকার আরও অনেক কৃষকের সঙ্গে কথা হয়েছে। তারাও জানিয়েছেন স্বস্তির কথা।

সোলার স্থাপন প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বিঘা জমিতে ফসল উৎপাদনে যেখানে খরচ হতো ৫ থেকে ৬ হাজার টাকা। এখন সেখানে ফসল উৎপাদন থরচ অনেক কমে গেছে।

জামালপুর-২ (ইসলামপুর) এলাকার সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন, ‘বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে হলে কৃষকদের ভাগ্য বদল করতে হবে। কৃষকরা বিনামূল্যে পানি সেচ দিয়ে ফসল উৎপাদন করে যেন লাভবান হতে পারে, সে লক্ষ্যেই এই সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে।’

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান রহমান জানান, যমুনা নদীর দুর্গম অঞ্চলে কৃষকদের উন্নয়নের কথা ভেবেই গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে। এটি পরীক্ষামূলক এবং উদ্ভাবনীমূলক কাজ।

শুধু ইসলামপুর উপজেলার চরাঞ্চল নয়, জেলার যমুনা নদীর তীরবর্তী দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী উপজেলার দুর্গম চরগুলোতে সৌর বিদ্যুৎ স্থাপন করতে পারলে জামালপুরের চিত্র পাল্টে যাবে মনে করছেন সবাই।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন