ফেনীতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে অপহরণকারী চক্রের হাত থেকে নিজেকে রক্ষা করেছেন এক কলেজছাত্রী। শনিবার (২৯ জুন) দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এই ঘটনা ঘটে । গ্রামবাসী ঘটনার সঙ্গে জড়িত দুই অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে।
আটকরা হলো−ওই উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাথানিয়া গ্রামের আবদুল লতিফ ও একই গ্রামের আলমগীর হোসেন। আবদুল লতিফ ওই অটোরিকশাচালক।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ওসি আরও বলেন, ওই ছাত্রীকে বখাটেরা অপহরণ করতে চেয়েছিল। তারা পুলিশের কাছে অপহরণের কথা স্বীকার করেছে। তারা চার জন ছিল। পেশায় অটোরিকশাচালক। দু’জনকে আটক করা হয়েছে। জড়িত বাকি দু’জনকেও আটকে অভিযান চলছে। তাদের একজনের পরিচয় পাওয়া গেছে।
ভিকটিম মামলার এজাহারে উল্লেখ করেছেন, তিনি বাড়ি থেকে ছাগলনাইয়া শহরে যাচ্ছিলেন। ফেনী-ছাগলনাইয়া সড়কে রেজুমিয়া স্ট্যান্ডে সিএনজি অটোরিকশায় ওঠেন তিনি। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আরও তিন যুবক যাত্রীবেশে গাড়িতে ওঠে। চালক শহরের দিকে না গিয়ে গাড়ি ঘুরিয়ে উল্টো বাথানিয়া গ্রামের দিকে ঢুকে পড়ে। তখন ওই ছাত্রীর সন্দেহ হলে গাড়ি থেকে কৌশলে লাফিয়ে পড়ে চিৎকার করতে থাকেন।