আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বরিশালে আমি ব্যবসা করতে আসিনি। এসেছি মানুষ গড়ার শিক্ষাপ্রতিষ্ঠান করতে। যেখান থেকে মানসম্মত শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা নিজেকে তৈরির পাশাপাশি দেশ-বিদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেবে। আমি চাই দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বরিশালের সর্বপ্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্লোবাল ইউনিভার্সিটিতে ছুটে আসবে।’
শনিবার (২৯ জুন) নগরীর টাউন হলে দিনব্যাপী অনুষ্ঠানে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. আনিসুজ্জামানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব বলেন।
গ্লোবাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রোগ্রাম পরিচালক প্রফেসর জহির উদ্দিন আরিফ প্রমুখ।