ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরবাড়ি এলাকায় ট্রাক ও মাছবোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন−নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার প্রশন্নপুরের মাছ ব্যবসায়ী তাহের মিয়া (৪৫), একই উপজেলার ছিয়াদার গ্রামের পিকআপের হেলপার বাবলু মিয়া (৩০) ও পিকআপ চালক তাইজুদ্দিন(৩৫)।
ভালুকা থানার ওসি মাইনুদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা মেহেরবাড়ি এলাকার সামনে থাকা একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালকসহ তিনজন নিহত হন।
ভালুকা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাক জব্দ করা গেলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।