X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পরীক্ষার হলে ছাত্রীকে উত্ত্যক্ত, ক্ষমা চাইলেন শিক্ষক

বগুড়া প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১২:২৮আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৩:১১




উত্ত্যক্তকারী শিক্ষক বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুজ্জামান বাদলের (৫৫) বিরুদ্ধে পরীক্ষার হলে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। পরে বৃহস্পতিবার (৪ জুলাই) বিদ্যালয় চত্ত্বরে এ বিষয়ে অনুষ্ঠিত বিচারে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রী এবং তার মায়ের কাছে ক্ষমা চেয়ে পার পান।

ছাত্রীর মা জানান, শিক্ষক খায়রুজ্জামান বাদল অপরাধ স্বীকার করে তার ও মেয়ের পা ধরে ক্ষমা চেয়েছেন, তাই তাকে ক্ষমা করা হয়েছে।

দশম শ্রেণির ওই ছাত্রী জানান, তাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। পরীক্ষার সময় বোর্ডের ওপর খাতা রেখে লিখতে সে অভ্যস্ত। বুধবার (৩ জুলাই) পরীক্ষার সময় সহকারী শিক্ষক খায়রুজ্জামান বাদল তার কাছ থেকে লেখার বোর্ড কেড়ে নেন। পরে বোর্ডে অনেকগুলো থুতু দেন এবং তার ওপর খাতা রেখে লিখতে বলেন। এসময় শিক্ষককে এমনটা না করার অনুরোধ করেও ফল পাওয়া যায়নি। পরে ওই শিক্ষক হাতে থুতু মেখে গায়ে মেখে দেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

মনিরা বেগম নামে এক শিক্ষিকা এ দৃশ্য দেখে বিরক্তি প্রকাশ করেন। তিনি এ বিষয়ে অভিযোগ করতে ছাত্রীকে পরামর্শ দেন।

ওই ছাত্রী অভিযোগ করেন, শিক্ষক খায়েরুজ্জামান বার বার তার গায়ে হাত দিয়েছেন। প্রতিবাদ করেও তাকে থামানো যায়নি। এছাড়া তিনি অন্য ছাত্রীদের সঙ্গেও অশ্লীল কথা ও খারাপ আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, শিক্ষক খায়রুজ্জামান বাদলের বিরুদ্ধে এর আগেও ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। কিন্তু প্রধান শিক্ষক আলাউদ্দিনের কারণে বার বার বেঁচে যাচ্ছেন। তারা বলেন, ছাত্রীর পরিবার প্রথমে বিচার চাইলেও পরে প্রভাবশালী কোনও মহলের চাপে ঘটনাটি মীমাংসা করতে তারা বাধ্য হয়েছে।

ছাত্রীর মা জানান, দাদার বয়সী শিক্ষক বাদল অনেক বড় অপরাধ করেছেন। তবু তাদের পা ধরে ক্ষমা চাওয়ায় ও ভবিষ্যতে এমন অপরাধ না করার অঙ্গীকার করায় তাকে ক্ষমা করা হয়েছে। বিষয়টি মীমাংসা করে নিতে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাও তাকে ফোন করেছিলেন বলে জানান তিনি।

অভিযুক্ত শিক্ষক খায়রুজ্জামান বাদল জানান, তিনি শুধু ছাত্রীর বোর্ডে থুতু দেওয়ার অভিনয় করেছেন। আর তার মাথায় হাত দিয়ে ভালোভাবে লেখাপড়ার করার পরামর্শ দিয়েছেন। এছাড়া ওই ছাত্রীর সঙ্গে একটু মশকরা (রসিকতা) করেছেন মাত্র।

তিনি দাবি করেন, আর কোনও ছাত্রীর সঙ্গে তিনি অশালীন আচরণ করেননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ বিষয়ে বিচার করে আপস করা হয়েছে। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এমন অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন জানান, অভিযুক্ত শিক্ষক অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন, সে কারণে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া