X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চাষিরা ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন: রাজ্জাক

রাজশাহী প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ২০:০৮আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২০:১৬

বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক দাবি করেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে বিস্ময়।’ তিনি আরও মন্তব্য করেন, ‘চাষিরা ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় প্রধানমন্ত্রী খুবই উদ্বিগ্ন।’

শনিবার (৬ জুলাই) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে দ্বিতীয় বরেন্দ্র অ্যাগ্রো-ইকো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের কৃষি ব্যবস্থাকে অ্যাগ্রো ইকোলজিক্যাল ভিলেজ ও পাথার অ্যাপ্রোচে ঢেলে সাজাতে হবে। বরেন্দ্র এলাকা দেশে উন্নয়নের একটি মডেল।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের ১৯টি অঙ্গীকারের মধ্যে কৃষিকে আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণ পদ্ধতিকে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। গ্রামের ৬০-৭০ ভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে নতুন নতুন কৃষি প্রযুক্তি আবিষ্কারের পরিকল্পনা গ্রহণ করেছে। বরেন্দ্র অঞ্চলে পানি ধরে রাখার স্থায়ী সমাধান বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘শিগগিরই এর একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে। বরেন্দ্রের সঙ্গে যারা কাজ করে তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

তিনি বলেন, ‘বাংলাদেশ একসময় খাদ্য ঘাটতির দেশ ছিল। সেই বাংলাদেশ ২০১৫ সালেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। উত্তরাঞ্চল একসময় মঙ্গা অঞ্চল নামে পরিচিত ছিল। এই সরকারের আমলে এটি দূর হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘কৃষককে আর সারের জন্য মারামারি করতে হয় না। বিদ্যুতের জন্য মানুষের কোনও ভাবনা নেই। প্রতিটি গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। ২০২৪ সালের মধ্যে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের রয়েছে। বাংলাদেশের সবক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন অর্জন হয়েছে তা সারাবিশ্বে প্রশংসিত হয়েছে।’

বিএমডির চেয়ারম্যান ড. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, অ্যাডভোকেট আবিদা আঞ্জুম মিতা ও ড. মনসুর রহমান। এ ছাড়া, আলোচক ছিলেন– কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এম আব্দুস সাত্তার মন্ডল ও কৃষিবিদ ড. হামিদুর রহমান।

সেমিনারে কি-নোট ও প্রবন্ধ উপস্থাপন করেন– রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. চৌধুরী সারওয়ার জাহান, রাবিন্দের নির্বাহী পরিচালক ড. আসাদুজ্জামান, উপ-সচিব ড. রাজ্জাকুল ইসলাম ও ড. জাহাঙ্গীর হোসাইন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ