X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুলিশি প্রহরা সত্ত্বেও জজের বাড়িতে চুরি!

চাঁদপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ১০:৩৮আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১১:০৩

চাঁদপুরের জজের বাড়ি চাঁদপুরের জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুলাই) ভোর রাতে চোর জজের বাসভবনে ঢুকে জানালার পাশে থাকা খাটের মশারি কেটে মোবাইল ফোন নিয়ে যায়। জজের বাসভবনে চুরি হওয়ায় নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

জজ জুলফিকার আলী জানান, মাস কয়েক আগে ওই ভবনের ওপরতলায় পরিবার নিয়ে থাকতেন। ছাদের পলেস্তারা খসে পড়ায় তিনি ভবনের নিচতলায় নেমে আসেন। রবিবার ভোরের দিকে চোর জানালা দিয়ে মশারি কেটে তার স্ত্রীর মোবাইল নিয়ে গেছে।

তিনি বলেন, ‘আমার বাসভবনের দেয়াল ছোট। গণপূর্ত বিভাগকে দেয়ালটির উচ্চতা বাড়ানোর জন্য প্ল্যান পাস করে দেওয়া হয়েছে। এছাড়া সিসি ক্যামেরা বসানোর জন্যও বলেছিলাম। কিন্তু গণপূর্ত বিভাগ এখনও তা করেনি। চার জন পুলিশ দায়িত্বে থাকলেও তারা শুধু গেটের সামনে থাকেন। পুরো বাড়ি ঘুরে দেখেন না। আজকে চোর মোবাইল চুরি করে নিয়েছে। কালকে যে আমার গলায় ধারালো অস্ত্র ধরবে না তার কী গ্যারান্টি আছে?’

খবর পেয়ে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান ও চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করা গেছে। আশা করি, তাকে দ্রুত আটক করা হবে। গেটের সামনে পুলিশ প্রহরার পরও এ ধরনের ঘটনা ঘটার বিষয়ে তিনি বলেন, ‘সেটি আমরা তদন্ত করে দেখবো।’

এ ঘটনায় জেলা নাজির বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় একটি এজাহার করা হয়েছে। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা